দুবাই: গ্রুপ পর্বের লড়াই শেষ। চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) খেতাবি লড়াই থেকে চার দল একধাপ দূরে দাঁড়িয়ে। টুর্নামেন্টের ফাইনালে পৌঁছনোর লক্ষ্যেভারত ও অস্ট্রেলিয়া (India vs Australia) ফের একবার সম্মুখসমরে। দুই যুযুধান প্রতিপক্ষের ম্যাচ মানেই হাড্ডাহাড্ডি লড়াই, স্নায়ুর চাপ ও বিশ্বের কিছু নামীদামি তারকার উপস্থিতি। সেই ম্যাচে কোনও বিঘ্ন ছাড়াই ১০০ ওভার খেলা সম্ভব হবে তো?

মরুদেশ মানেই তপ্ত গরম, শুষ্ক আবহাওয়া। তবে এই ম্যাচ চলাকালীন গরম থাকলেও, সংযুক্ত আরব আমিরশাহি যে তীব্র গরমের জন্য পরিচিত, তা অনুভূত হবে না। তবে মার্চ মাসে মোটামুটি ভালই গরম থাকবে। স্থানীয় সময় দুপুর ১টা থেকে আজকের সেমিফাইনাল ম্যাচ শুরু হবে। AccuWeather-র পূর্বাভাস অনুযায়ী এই সময় তাপমাত্রা ৩০ ডিগ্রির আশেপাশে থাকার কথা। বাতাসে ২১ শতাংশ আর্দ্রতা এবং ২ শতাংশ মেঘঢাকা থাকার কথা। সময়ের সঙ্গে সঙ্গে আকাশে মেঘের পরিমাণ বাড়তে বাড়তে ৬৬ শতাংশের আশেপাশে হতে পারে বলে পূর্বাভাস দেওয়া থাকলেও, বৃষ্টির কিন্তু কোনও সম্ভাবনা নেই। রাতের দিকে তাপমাত্রা কমে ২৫ ডিগ্রির আশেপাশে থাকার কথা। তবে কোনও সময়ই বৃষ্টির সম্ভাবনা নেই। সমর্থকদের আবহাওয়ার এই পূর্বাভাস কিন্তু স্বস্তিই দেবে।

 

এমন শুষ্ক পরিবেশে ক্লান্ত পিচগুলিতে দুবাইয়ে কিন্তু ফের একবার স্পিনারদের দাপট দেখার সম্ভাবনা প্রবল। শুরুতে নতুন বলে ফাস্ট বোলাররা দুবাইয়ের মাঠে তেমন কোনওরকম মদত পায়নি। তবে বলে যতটুকু স্যুইং পাওয়া যায়, সেটা কাজে লাগানোর চেষ্টা করবেন। এই সময় ব্যাটাররাও কিন্তু ব্যাটে বল আসাটা উপভোগ করবেন। তবে বল পুরনো হলেই রান করা কিন্তু বেশ কষ্টকর হয়ে উঠবে। স্পিনাররা ম্যাচে নিজেদের প্রভাব বিস্তার করতে পারবেন। তাই একবার সেট হয়ে গেলে ব্যাটারদের লম্বা ইনিংস খেলার প্রয়োজন। শুরুতে বোলারদের তেমন মদত না থাকা এবং শেষের দিকে স্পিনারদের মদত পাওয়া কিন্তু ম্যাচে ব্যাট, বলের ভারসাম্য বজায় রাখবে। ম্যাচ শেষে ভারত না অস্ট্রেলিয়া, কোন জল জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে, এখন সেটাই দেখার বিষয়।

আরও পড়ুন: ২০২৩-র পর আবার ২০২৫, ফের আইসিসি টুর্নামেন্টের নক আউটে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, কী ভাবছেন রোহিত?