আমদাবাদ: প্রত্যাশামতোই দীর্ঘ সময় পরে আবার জাতীয় দলে ফিরলেন রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohil)। দুই মহাতারকাকেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) ওয়ান ডে সিরিজ়ে খেলতে দেখা যাবে। তবে যশপ্রীত বুমরা টি-টোয়েন্টি সিরিজ়ে থাকলেও, ওয়ান ডেতে খেলবেন না। টেস্টের পর ওয়ান ডেতে কিপার হিসাবে ঋষভ পন্থের অনুপস্থিতিতে সুযোগ পেলেন ধ্রুব জুরেল। ভারতের বিশ ওভারের দলে সুযোগ পেলেন নীতীশ কুমার রেড্ডি।  

Continues below advertisement

সেই চ্যাম্পিয়ন্স ট্রফি রো-কো জুটিকে শেষবার খেলতে দেখা গিয়েছিল। দুই ফর্ম্যাট থেকে অবসর নেওয়ার তারপর থেকে তাঁরা আর কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। আইপিএলের পর কোনও পেশাদার ম্যাচও খেলতে দেখা যায়নি তাঁদের। বাংলাদেশের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ় পিছিয়ে যাওয়ায় তাঁদের জাতীয় দলে কামব্যাকও পিছিয়ে যায়। অস্ট্রেলিয়া সফরে তাঁদের দেখার সম্ভাবনা ছিল। হলও তাই। দুইজনেই জাতীয় দলে ফিরলেন। তবে অধিনায়কত্ব হারালেন রোহিত শর্মা। তাঁর বদলে শুভমন গিলকে দলের নতুন অধিনায়ক ও শ্রেয়স আইয়ারকে দলের সহ-অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। 

 

Continues below advertisement

হার্দিক পাণ্ড্য ও ঋষভ পন্থ নিজেদের চোট সারিয়ে উঠতে না পারায় তাঁরা দলে নেই। অপরদিকে, এশিয়া কাপ ও তার প্রায় সঙ্গে সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ় খেলতে নেমে পড়া যশপ্রীত বুমরাকে ওয়ান ডে সিরিজ় থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর বদলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল থেকে বাদ পড়া মহম্মদ সিরাজ জাতীয় ওয়ান ডে দলে কামব্যাক করছেন। উল্লেখযোগ্য বিষয় হল অস্ট্রেলিয়া সিরিজ়ে রবীন্দ্র জাডেজাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। যদিও অজিত আগরকরের দাবি তাঁর জন্য ওয়ান ডে দলের দরজা এখনও বন্ধ হয়ে যায়নি। পাশাপাশি এই সিরিজ়েও ভারতীয় দলে নেই মহম্মদ শামি। 

নাগাড়ে একের পর এক সিরিজ়ে ব্রাত্য হওয়ায় শামির আন্তর্জাতিক কেরিয়ার নিয়েই কিন্তু প্রশ্নচিহ্ন উঠে গেল। ভারতের এশিয়া কাপ টি-২০ দল থেকে এই সিরিজ়ের দলে তেমন কোনও বদল নেই। কেবল হার্দিক পাণ্ড্যর অনুপস্থিতিতে তাঁর জায়গায় ফাস্ট বোলিং অলরাউন্ডার হিসাবে নীতীশ কুমার রেড্ডি দলে সুযোগ পেয়েছেন।