IND vs AUS, LIVE Score: শেষ লগ্নে আউট হলেন রাহুল, প্রথম দিনের সমাপ্তিতে ভারতের স্কোর ৭৭/১ রানে

IND vs AUS: ১৯ বছর ধরে ভারতের মাটিতে টেস্ট সিরিজ জেতেনি অস্ট্রেলিয়া দল। অপরদিকে, টেস্ট চ্যাম্পিয়শিপের ফাইনালে পৌঁছতে ভারতকে এই সিরিজ জিততেই হবে।

ABP Ananda Last Updated: 09 Feb 2023 04:36 PM

প্রেক্ষাপট

নাগপুর: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুরে প্রথম টেস্টে মাঠে নামতে চলেছে ভারতীয় দল (Team India)। ভারত-অস্ট্রেলিয়া সিরিজ (IND vs AUS) মানেই হাড্ডাহাড্ডি লড়াই, তারকাদের ছড়াছড়ি। উপরন্তু, এই সিরজের উপর নির্ভর করেই বিশ্ব...More

IND vs AUS Updates: শেষবেলায় উইকেট

দিনের শেষবেলায় ২০ রানে সাজঘরে ফিরলেন কেএল রাহুল। ৭৪ রানের ওপেনিং পার্টনারশিপ ভাঙে। দিনের শেষ পর্যন্ত আর উইকেট পড়েনি। এক উইকেটের বিনিময়ে ৭৭ রান তুলেই দিনশেষ করল ভারত। আপাতত ১০০ রানে পিছিয়ে রোহিতরা।