IND vs AUS, LIVE Score: শেষ লগ্নে আউট হলেন রাহুল, প্রথম দিনের সমাপ্তিতে ভারতের স্কোর ৭৭/১ রানে

IND vs AUS: ১৯ বছর ধরে ভারতের মাটিতে টেস্ট সিরিজ জেতেনি অস্ট্রেলিয়া দল। অপরদিকে, টেস্ট চ্যাম্পিয়শিপের ফাইনালে পৌঁছতে ভারতকে এই সিরিজ জিততেই হবে।

ABP Ananda Last Updated: 09 Feb 2023 04:36 PM
IND vs AUS Updates: শেষবেলায় উইকেট

দিনের শেষবেলায় ২০ রানে সাজঘরে ফিরলেন কেএল রাহুল। ৭৪ রানের ওপেনিং পার্টনারশিপ ভাঙে। দিনের শেষ পর্যন্ত আর উইকেট পড়েনি। এক উইকেটের বিনিময়ে ৭৭ রান তুলেই দিনশেষ করল ভারত। আপাতত ১০০ রানে পিছিয়ে রোহিতরা।

IND vs AUS Live Updates: রোহিতের অর্ধশতরান

৬৬ বলে দুরন্ত অর্ধশতরান হাঁকালেন রোহিত শর্মা। ২২ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৭৪ রান। রোহিত আক্রমণাত্মক ব্যাটিং করলেও অপরদিকে দেখেশুনে রক্ষণাত্মক ব্য়াট করছেন রাহুল।

IND vs AUS Updates: ৫০ রানের গণ্ডি পার

১৬ ওভারেই বিনা উইকেটে ৫০ রানের গণ্ডি পার করে ফেলল ভারতীয় দল। দুরন্ত ফর্মে রয়েছেন রোহিত। ৫১ বলে ইতিমধ্যেই তিনি ৪২ রান করে ফেলেছেন। ১৬ ওভার শেষে ভারতের স্কোর ৫৪।

IND vs AUS Live Updates: ভাল শুরু

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট হাতে শুরুটা ভালই করলেন দুই ভারতীয় তারকা ওপেনার কেএল রাহুল চার ও রোহিত শর্মা ৩১ রানে ব্যাট করছেন। বর্তমানে রোহিত ও রাহুল রানে ব্যাট করছেন। ১০ ওভার শেষে ভারতের স্কোর ৩৬/০।

IND vs AUS Updates: ঝোড়ো শুরু

ব্যাট হাতে ঝোড়ো মেজাজে ইনিংসের শুরুটা করলেন রোহিত শর্মা। কামিন্সের প্রথম ওভারে তিন চার হাঁকালেন ভারতীয় অধিনায়ক, ওভারে উঠল ১৩ রান।

IND vs AUS Live Updates: অল আউট

পাঁচ মাস পরে নিজের কামব্যাকেই পাঁচ উইকেট পেলেন জাডেজা। অশ্বিন পেলেন তিন উইকেট ১৭৭ রানেই শেষ হয়ে গেল অস্ট্রেলিয়ান ইনিংস।

IND vs AUS Updates: চা বিরতি

প্রথম দিনের দ্বিতীয়ে সেশনে ভারতের দাপট। আরও ভালভাবে বলতে গেলে ভারতীয় স্পিনারদের দাপট। এই সেশনে মাত্র ৯৮ রানে ছয় উইকেট হারাল অজিরা। চা বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর ১৭৪/৮। সেশনে জাডেজা চার ও অশ্বিন দুই উইকেট নেন।

IND vs AUS Live Updates: সপ্তম উইকেটের পতন

জাডেজা আগেই তিন উইকেট নিয়েছিলেন, এবার অশ্বিনের দাপট দেখানো শুরু। ক্যারির পর তারকা স্পিনার সাত রানে ফেরালেন কামিন্সকে। ৫৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৭২/৭। 

IND vs AUS Updates: ক্যারির প্রতিআক্রমণ থামালেন অশ্বিন

লাঞ্চের পর অল্প সময়র ব্যবধানেই তিন উইকেট হারানোর পর অস্ট্রেলিয়ার হয়ে প্রতিআক্রমণাত্মক ব্যাটিং করছিলেন অ্যালেক্স ক্যারি। তবে ৩৩ বলে ক্যারির ৩৬ রানের ইনিংস থামালেন আর অশ্বিন। এটি আর অশ্বিনের কেরিয়ারের ৪৫০তম টেস্ট উইকেট। ১৬২ রানে ষষ্ঠ উইকেট হারাল অস্ট্রেলিয়া।

IND vs AUS Live Updates: শতরানের গণ্ডি পার করল অস্ট্রেলিয়া

৪১তম ওভারে শতরানের গণ্ডি পার করে অস্ট্রেলিয়া। অক্ষর পটেলের বিরুদ্ধে ওই ওভারেই তিনটি চার মারেন স্মিথ। তবে ঠিক তার পরের ওভারেই সেট স্মিথের রক্ষণ ভেঙে তাঁর অফস্টাম্প উড়িয়ে দেন জাডেজা। ৪২ ওভারে শেষে অজিদের স্কোর ১০৯/৫।

IND vs AUS Updates: লাঞ্চের পরেই জোড়া সাফল্য

প্রথম সেশনে দুই উইকেট হারানোর পর স্মিথ ও লাবুশেন অস্ট্রেলিয়ার ইনিংসের হাল ধরেন। তবে বিরতির পর প্রায়শই উইকেট পড়তে দেখা যায়। এক্ষেত্রেও তেমনই হল। লাঞ্চের পরেই জাডৈেজা এক নয়, দুই উইকেট নিলেন। প্রথমে সেট লাবুশেনকে ৪৯ রানে ফেরান তিনি। তারপরের বলেই ম্যাট রেনশকে শূন্য রানে আউট করেন জাডেজা। ৮৪ রানেই চার উইকেট হারাল অস্ট্রেলিয়া।

IND vs AUS Live Updates: প্রথম সেশনে অজিরা ৭৬/২

ভারতীয় দল ইনিংসের শুরুতেই দুই অস্ট্রেলিয়ান ওপেনারকে সাজঘরে ফেরান বটে। তবে তারপর থেকে স্মিথ ও লাবুশেন অস্ট্রেলিয়ার হয়ে দুরন্ত লড়াই চালিয়েছেন। প্রথম সেশনে আর কোনও উইকেটই পড়েনি। প্রথম দিন লাঞ্চে অস্ট্রেলিয়ার স্কোর ৭৬/২।

IND vs AUS Updates: ৫০ রানের গণ্ডি পার

২২ ওভার শেষে অর্ধশতরানের গণ্ডি পার করল অস্ট্রেলিসা। ইতিমধ্যেই তৃতীয় উইকেটে লাবুশেন ও স্টিভ স্মিথ ৪৮ রান যোগ করে ফেলেছেন।

IND vs AUS Live Updates: স্মিথ-লাবুশেনের লড়াই

পরপর দুই উইকেট হারানোর পর, মার্নাস লাবুশেন ও স্টিভ স্মিথ অস্ট্রেলিয়ার হয়ে লড়াই করছেন। ১৩ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২৯/২।

IND vs AUS Updates: ওয়ার্নার আউট

খাওয়াজার পরের ওভারেই ফিরলেন আরেক তারকা ওপেনার ডেভিড ওয়ার্নারও। তারকা অজি ব্যাটারকে এক রানে ফেরালেন মহম্মদ শামি। তিন ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৬/২।

IND vs AUS Live Updates: প্রথম বলেই সাফল্য

টেস্ট সিরিজে নিজের প্রথম বলেই সাফল্য পেলেন মহম্মদ সিরাজ। ইনিংসের দ্বিতীয় ওভারেই মাত্র ১ রানে সাজঘরে ফিরলেন অজি ওপেনার উসমান খাওয়াজা।

IND vs AUS Updates: টস জিতল অস্ট্রেলিয়া

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়া। ভারতের হয়ে টেস্ট অভিষেক ঘটাচ্ছেন সূর্যকুমার যাদব ও কেএস ভারত।

IND vs AUS Live Updates: দুরন্ত রেকর্ড

নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ফর্ম্যাটে ছয়বার মুখোমুখি হয়েছে ভারতীয় দল। ছয় ম্যাচেই ভারত জয় পেয়েছে।

IND vs AUS Updates: প্রায় দুই দশক জয়হীন

বিগত ১৯ বছর ধরে অস্ট্রেলিয়া ভারতের মাটিতে টেস্ট সিরিজ জেতেনি। অস্ট্রেলিয়া ভারতে শেষবার ২০০৪-০৫ সালে সিরিজ জিতেছিল। তার আগে অজিরা জয় পেয়েছিল ১৯৬৯-৭০ সালে।

প্রেক্ষাপট

নাগপুর: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুরে প্রথম টেস্টে মাঠে নামতে চলেছে ভারতীয় দল (Team India)। ভারত-অস্ট্রেলিয়া সিরিজ (IND vs AUS) মানেই হাড্ডাহাড্ডি লড়াই, তারকাদের ছড়াছড়ি। উপরন্তু, এই সিরজের উপর নির্ভর করেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্ট নির্ধারিত হবে। তাই এই সিরিজের গুরুত্ব আরও খানিকটা বেড়ে গিয়েছে। প্রথম টেস্টের আগে চর্চায় নাগপুরের পিচ।


যে পিচে বল ঘুরবে বলে পূর্বাভাস, সেখানে স্পিনার বাছা নিয়ে ধন্দে ভারতীয় দল। বিশেষ করে বাঁহাতি স্পিনাররা যে পিচে বাড়তি সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে। বাঁহাতি ব্যাটারের অফ স্টাম্পের বাইরের জায়গা যাঁরা কাজে লাগাতে পারবেন। অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটারে ঠাসা দলের কাছে বাঁহাতি স্পিনার আতঙ্ক হতে পারে।


রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) খেলছেনই। আর অশ্বিনের জায়গাও নিশ্চিত। জাতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী জানিয়েছেন, তৃতীয় স্পিনার হিসাবে কুলদীপ যাদবকে খেলানো উচিত। তাঁর মতে, ভারতকে যদি প্রথম দিন বল করতে হয় আর পিচ থেকে স্পিনাররা দারুণ টার্ন না পান, তাহলে কুলদীপ কব্জির মোচড়ে বাড়তি স্পিন আদায় করে নিতে পারবেন। চট্টগ্রামের পাটা পিচে যেরকম ঘূর্ণি আদায় করে নিয়েছিলেন চায়নাম্যান স্পিনার। সেই ম্যাচে বাংলাদেশের প্রথম ইনিংসে ৫ উইকেট তুলে নিয়েছিলেন কুলদীপ। 


কোনও কোনও মহল থেকে অবশ্য অক্ষর পটেলকেও খেলানোর কথা বলা হচ্ছে। যেহেতু বাঁহাতি স্পিনাররা বাড়তি সুবিধা পেতে পারেন। জাডেজা-অশ্বিনের সঙ্গে তৃতীয় স্পিনার কে হবেন, সেটাই এখন ভারতের টিম ম্যানেজমেন্টের কাছে সবচেয়ে বড় প্রশ্ন।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.