মুম্বই: সোমবার, ১৮ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) আসন্ন ওয়ান ডে সিরিজের জন্য ভারতীয় দল (Indian Cricket Team) ঘোষণা করেছেন নির্বাচকরা। প্রথম দুই ওয়ান ডের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। শেষ ওয়ান ডের জন্য ভারতীয় দলে রয়েছেন ১৭ জন। বিশ্বকাপের প্রাক্কালে তিন ম্যাচের সিরিজে ভারতীয় দলে ডাক পয়েছেন আর অশ্বিন (R Ashwin)।


সদ্যই ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছিলেন আর অশ্বিনের জন্য বিশ্বকাপ দলের দরজা এখনও খোলা রয়েছে। রোহিত বলেন, 'স্পিনিং অলরাউন্ডারদের কথা বললে, প্রত্যেকেই চিন্তাভাবনায় রয়েছে। অশ্বিনও রয়েছে। ওর সঙ্গে ফোনে কথা হচ্ছিল। ও-ও বিশ্বকাপের নকশায় খুব ভাল মতোই রয়েছে। ওয়াশিও (ওয়াশিংটন সুন্দরের ডাকনাম) তাই। আমরা চাই এমন ক্রিকেটার যে ব্যাটে ও বলে কাজটা করতে পারবে। অক্ষরের চোটটা অনেকটা রাতে লেগেছিল। আমাদের ফোন করে দেখতে হয়েছিল কে কোথায় রয়েছে।'


ঠিক তার কয়েক ঘণ্টা পরেই অস্ট্রেলিয়া সিরিজের জন্য ভারতীয় দলেপ ঘোষণা করা হয় এবং অশ্বিন দলে সুযোগ পান। ২০২১ সালের ডিসেম্বরে শেষবার ভারতীয় ওয়ান ডে দলে সুযোগ পেয়েছিলেন অশ্বিন। তারপর কেটে গিয়েছে ২০ মাস। অবশেষে ফের একবার আন্তর্জাতিক মঞ্চে ৫০ ওভারের ক্রিকেট খেলতে দেখা যাবে তাঁকে। অভিজ্ঞ অফস্পিনার দীর্ঘদিন পরে জাতীয় দলে ফেরায় নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে।


 










 



 


 






প্রথম দুই ম্যাচের জন্য ভারতীয় দল:-


কেএল রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবীন্দ্র জাডেজা (সহ-অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, আর অশ্বিন, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ 


তৃতীয় ওয়ান ডের জন্য ভারতীয় দল:-



রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পাণ্ড্য (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাডেজা, শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, আর অশ্বিন, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, অক্ষর পটেল (ফিটনেসের উপর নির্ভরশীল)



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: দেশে ফিরলেন চ্যাম্পিয়নরা, মুম্বই বিমানবন্দরে কোহলিদের দেখে জয়োধ্বনি