পারথ: সাত মাস পরে তাঁদের জাতীয় দলে প্রত্যাবর্তন। রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli) দিকে তাকিয়ে ছিল গোটা ক্রিকেটবিশ্ব। যেখানে তাঁদের ফর্ম, ফিটনেস, এমনকী কেরিয়ার নিয়ে প্রশ্নচিহ্ন উঠছে, সেখানে মহাতারকারা ব্যাটেই সবকিছুর জবাব দেবেন বলে আশা করছিলেন সকলে। তবে তেমনটা হল না। ব্যাট হাতে বড় রান করতে ডাহা ব্যর্থ রো-কো জুটি। 

Continues below advertisement

দুই মহাতারকা ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পরেই তাঁদের অবসর নেওয়ার দাবিতে সরব হন নেটিজেনরা। কেউ দাবি করেন বিশ্বকাপে খেলতে হলে এই সাত, আট মাসের মধ্যে তাঁদের ম্যাচ ফিট হওয়ার জন্য অস্ট্রেলিয়া এ-র বিরুদ্ধে সিরিজ়়ে খেলা উচিত ছিল। অনেকে তো আবার তাঁদের মধ্যে রানের খিদেটাই দেখতে পাচ্ছেন না।  

 

Continues below advertisement

 

 

এদিন প্রথমে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অজ়ি অধিনায়ক মিচেল মার্শ। ওয়ান ডে ফর্ম্যাটে অধিনায়কত্ব হারানোর পর প্রথমবার জাতীয় দলের জার্সিতে খেলতে নেমেছিলেন রোহিত। ওপেনিংয়ে পার্টনার নতুন অধিনায়ক শুভমন গিল। একটি বাউন্ডারিও হাঁজিয়েছিলেন। কিন্তু জশ হ্যাজেলউডের আচমকা বাউন্স হওয়া বলের তাল সামলাতে পারেননি হিটম্যান। স্লিপে রেঁনেশ ক্যাচ লুফে নেন। ১৪ বলে ৮ রান করেই জাতীয় দলে ৭ মাস পরে খেলতে নামা ইনিংসের সমাপ্তি হল রোহিত শর্মার। 

এর থেকেও খারাপ অবস্থা বিরাট কোহলির। তিনি খাতাই খুলতে পারলেন না। আট বল স্থায়িত্ব ছিল কিং কোহলির ইনিংসের। প্রথম ৭ বলে কোনও রানই নিতে পারেননি। আট নম্বর বলে কিছুটা এগিয়ে এসে ব্যাকওয়ার্ড পয়েন্টে দুরন্ত ক্যাচ লুফে নেন কুপার কোনোলি। প্রথম ওয়ান ডেতে তো সাফল্য় আসেনি। এবার দেখার বৃহস্পতিবাকর দ্বিতীয় ওয়ান ডেতে দুই তারকা কেমন পারফর্ম করেন।