পারথ: বিগত বেশ কয়েক বছরে অস্ট্রেলিয়ার (India vs Australia) মাটিতে খেলতে এসে বারবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বিরাট কোহলি (Virat Kohli)। অজি দর্শকদের স্লেজিং, গ্যালারি থেকে বিদ্রুপ সবকিছুই ভীষণভাবে চেনা কিং কোহলির কাছে। সাম্প্রতিক সময়ে অজি দর্শকদের উদ্দেশ্যে মধ্যমা দেখানো থেকে শুরু করে গত বর্ডার গাওস্কর ট্রফিতে স্যাম কনস্টাসের সঙ্গে কাঁধ কাঁধে ধাক্কা বারবার শিরোনামে উঠে এসেছে। কিন্তু সেখানকার দর্শকদের কীভাবে সামলাবেন, তা শিখেছেন কেভিন পিটারসনের থেকে। রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পিটারসন খেলেছিলেন। সেই সময় বিরাটের সঙ্গে তাঁর সখ্যতা আরও বেড়েছে। প্রাক্তন ইংরেজ অধিনায়কের পরামর্শ মেনেই অস্ট্রেলিয়ায় অজি সমর্থকদের সামলেছিলেন বিরাট, এমনটাই জানিয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্য়াচে নামার আগে অ্য়াডাম গিলক্রিস্ট, রবি শাস্ত্রীর সঙ্গে এক আড্ডায় যোগ দিয়েছিলেন বিরাট। সেখানেই তিনি জানিয়েছেন, ''আমাকে কেভিন পিটারসেন বলেছিলেন যে দেখে মনে হয়, তোমাকে ওঁরা বিদ্রুপ করছে। কিন্তু আদতে ওঁদের ওই মন্তব্য়গুলো কোথাও কিন্তু বাড়তি উদ্দীপনা জুগিয়ে দেয়। এগুলো ব্যক্তিগতভাবে না নিলেই হল।''
কোহলি আরও বলেন, ''আমি এখানে দীর্ঘ সময়ে ধরে খেলেছি। অনেকগুলো সিরিজে খেলতে নেমেছিল এতগুলো বছরে। এটুকু নিশ্চিতভাবে বলতে পারি, এখানকারা ক্রিকেট প্রেমীদের থেকে যে ব্য়বহার পেয়েছি, তাতেই আমি নিজেকে আরও ধারালো করে তুলতে পেরেছি ক্রিকেটার হিসেবে।''
এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফির পর প্রথমবার দেশের জার্সিতে খেলতে নেমে রোহিত ৮ রান করে প্যাভিলিয়ন ফেরেন। বিরাট কোহলি তো খাতাই খুলতে পারেননি। প্রথমজনকে ফিরিয়ে দেন জশ হ্যাজেলউড। অন্যদিকে, বিরাটকে ফেরান স্টার্ক। ব্যাকওয়ার্ড পয়েন্টে তাঁর দুরন্ত ক্য়াচ লুফে নেন কুপার কনোলি। এদিকে, ২ তারকা ফিরতেই সোশ্য়াল মিডিয়ায় একের পর এক মিম ভাইরাল হয়েছে। বিরাটের পঞ্চম স্ট্যাম্পের বাইরে খোঁচা দিয়ে আউট হওয়া নিয়েও অনেকে বিদ্রুপ করেছেন।
বিরাট কােহলি ২০২৭ বিশ্বকাপে খেলার ইচ্ছে প্রকাশ করেছেন। তবে তার আগে ওয়ান ডে সিরিজগুলো ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে কিং কােহলির জন্য়। কিন্তু অস্ট্রেলিয়ায় প্রথম ওয়ান ডে ম্য়াচে কিন্তু সেই অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দেওয়ার পুরনো রোগেই আউট হলেন।