লাহোর: বিশ্বক্রিকেটে বিয়ের মরসুম অব্যাহত। দিনকয়েক আগেই পরপর দুই ভারতীয় তারকা কেএল রাহুল ও অক্ষর পটেল সাতপাকে বাঁধা পড়েছিলেন। এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi)। প্রাক্তন পাকিস্তান তারকা শাহিদ আফ্রিদির কন্যার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন শাহিন।
বিবাহ বন্ধনে আবদ্ধ শাহিন
শাহিনের সঙ্গে নিজের কন্যার বিবাহের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে শাহিদ লেখেন, 'মেয়েরা বরাবরই ভীষণ প্রিয় হয়, কারণ তারা সারাজীবন সকলের আর্শীবাদ নিয়ে বড় হয়। মেয়ের সঙ্গে কত হাসি, কত স্বপ্ন দেখা। আমি আমার মেয়ের সঙ্গে শাহিন আফ্রিদির নিকাহ দিলাম। দুইজনকে আগামী জীবনের অনেক শুভেচ্ছা।' প্রসঙ্গত, গতকালই শাহিন ও শাহিদ আফ্রিদি কন্যা করাচিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের বিয়েতে পাকিস্তান অধিনায়ক বাবর আজম, শাদব খান, সরফরাজ আমেদের মতো তারকারা উপস্থিত ছিলেন।
ক্যারির সতর্কবার্তা
৯ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। মহাগুরুত্বপূর্ণ সিরিজের আগে ভারতীয় স্পিনারদের নিয়ে প্রবল চর্চা। অজি (Australia Cricket Team) ব্যাটাররা রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজাদের বিরুদ্ধে কেমন পারফর্ম করেন, তার ওপর সিরিজের ভাগ্য অনেকটাই নির্ভরশীল। স্পিনের বিরুদ্ধে প্রস্তুতির জন্য অজি নেটে রবিচন্দ্রন অশ্বিনের ডামিকেও হাজির করা হয়েছে। তবে অজি তারকা অ্যালেক্স ক্যারি (Alex Carey) কিন্তু ফাস্ট বোলারদের নিয়েও সতর্ক করছেন।
ক্যারির মতে স্পিন তো বটেই তবে রিভার্স সুইং সহায়ক পরিবেশে ফাস্ট বোলাররাও কিন্তু অজিদের প্রচুর সমস্যায় ফেলতে পারেন। তিনি বলেন, 'আমাদের পাকিস্তান সফরের আগেও স্পিন বোলিং নিয়েই সিংহভাগ চর্চা হচ্ছিল। তবে আমি ব্যক্তিগতভাবে রিভার্স সুইং বোলিংয়ের বিরুদ্ধে ব্যাট করতে গিয়ে বিশাল সমস্যার সম্মুখীন হই। আমি এখানে ২০১৮ সালে চারদিনের একটি ম্যাচ (অস্ট্রেলিয়া এ-র হয়ে) খেলেছিলাম। সেই সময়ও স্পিনের বিরুদ্ধে ব্যাটিং করা নিয়েই সকলে কথাবার্তা বলছিল। তবে সবাই ভুলে যাচ্ছে একটু উঁচু-নীচু উইকেটে বল রিভার্স সুইং হলে দুই দলের ফাস্ট বোলাররাই কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তাই স্পিন এবং ফাস্ট বোলিং, উভয়ের বিরুদ্ধেই প্রস্তুতি করাটা ভীষণ জরুরি।'
আরও পড়ুন: শুধু স্পিন নয়, শামিদের রিভার্স সুইংয়ের দক্ষতাও ভাবাচ্ছে অজি তারকা ক্যারিকে