হোবার্ট: টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচে তাঁদের নাজেহাল করে ছেড়েছিলেন তিনি। তবে অ্যাশেজ সিরিজের প্রস্তুতির জন্য সেই জশ হ্যাজলউডকে (Josh Hazlewood) ছেড়ে দিয়েছে অস্ট্রেলিয়া। টি-২০ সিরিজে ০-১ পিছিয়ে থাকা ভারতের (India vs Australia) কাছে যা স্বস্তির খবর হতে পারে। সিরিজের তিন ম্যাচ এখনও বাকি। হোবার্টে রবিবার তৃতীয় টি-২০ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। সিরিজে সমতা ফেরানোর জন্য সূর্যকুমার যাদবরা মরিয়া থাকবেন।

Continues below advertisement

তবে হ্যাজলউড না থাকলেও, ভারতের কাঁটা হয়ে দাঁড়াতে পারেন দলে ফেরা গ্লেন ম্যাক্সওয়েল। টি-২০ ক্রিকেটে ছন্দে থাকলে যে একার হাতে ম্যাচের রং পাল্টে দিতে পারেন ম্যাড ম্যাক্স, গোটা বিশ্ব জানে। কব্জি ভেঙে যাওয়ায় সেপ্টেম্বর মাস থেকে মাঠের বাইরে ছিলেন। প্রায় দেড় মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন ম্যাক্সওয়েল। ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে তিনি এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন।

শেষবার যখন তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলেছিলেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ জিতিয়েছিলেন। ১২২/৬ হয়ে যাওয়ার পরেও ১৭৩ রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। হাফসেঞ্চুরি করেছিলেন ম্যাক্সওয়েল। ভারতীয় রিস্টস্পিনারদের বিরুদ্ধে ঈর্ষণীয় রেকর্ড। কুলদীপ যাদবের বিরুদ্ধে ১৬৫.৩০ স্ট্রাইক রেট। যদিও ম্যাক্সওয়েলকে ৪৯ বলে পাঁচবার আউটও করেছেন কুলদীপ। বরুণ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫১.৫১ স্ট্রাইক রেট ম্যাক্সওয়েলের। ৩৩ বলে আউট হয়েছেন পাঁচবার।

Continues below advertisement

ফেব্রুয়ারি-মার্চ মাসে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে টি-২০ বিশ্বকাপ। টিম ইন্ডিয়ার সামনে আবার খেতাব রক্ষা করার লড়াই। কারণ, রোহিত শর্মার নেতৃত্বে গত টি-২০ বিশ্বকাপ জিতেছিল ভারতই। তার আগে এই সিরিজ থেকে নিজেদের শক্তি যাচাই করে নিতে চাইছে ভারতীয় শিবির। যদিও উপমহাদেশের মাটিতে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি অস্ট্রেলিয়ার গতিসম্পন্ন ও বাউন্সি পিচে ককটা সম্ভব, সেই প্রশ্নও থাকছে।

অস্ট্রেলিয়ার পরিবেশে যে কঠিন পরীক্ষা দিতে হচ্ছে, আগের ম্যাচের পরই তা মেনে নিয়েছিলেন অভিষেক শর্মা। যদিও ভারত চাইবে সেই পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হতে। বাকি তিন ম্যাচে সমালোচকদের জবাব দিতে।

পরীক্ষা দিতে হবে সঞ্জু স্যামসনকেও। শুভমন গিলকে জায়গা করে দিতে তাঁকে ওপেনিং থেকে পিছিয়ে আসতে হয়েছে। ব্যাট করছেন পাঁচ বা ছয় নম্বরে। মেলবোর্নের আগের ম্যাচে তিন নম্বরে সুযোগ পেয়ে ব্যর্থ। ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছেন জিতেশ শর্মা। দলে জায়গা ধরে রাখতে রান করতেই হবে স্যামসনকে।