মুম্বই: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই খেতাবি লড়াই। বিশ্বকাপের ফাইনালে (Women's World Cup 2025 Final) মাঠে নামতে চলেছে হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) নেতৃত্বাধীন ভারতীয় দল। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। দুই দলই নিজেদের প্রথম বিশ্বকাপ খেতাব জয়ের লক্ষ্যে মাঠে নামবে। স্বপ্ন সত্যি করে ইতিহাসের পাতায় নাম তোলার হাতছানি দুই দলের সামনেই। ম্যাচের আগে ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর স্পষ্ট জানিয়ে দিলেন ফাইনাল খেলার থেকে বড় অনুপ্রেরণা কিছু হতে পারে না।
বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে হরমনপ্রীত কৌর বলেন, 'আমার মতে এমন এক স্টেজে, যেখানে আমরা বিশ্বকাপের ফাইনাল খেলতে নামছি, সেখানে এর থেকে বড় অনুপ্রেরণা আর কীই বা হতে পারে! গোটা দলই এই ম্যাচের জন্য তেঁতে রয়েছে। সকলেই একে অপরের পাশে রয়েছে এবং প্রত্যেকেই একে অপরের জন্য প্রার্থনা করছে। আমার মতে আমাদের দল কতটা ঐক্যবদ্ধ এবং আমরা এই ম্যাচের জন্য কতটা প্রস্তুত, সেটা এই ঘটনাই বুঝিয়ে দেয়।'
তিনি আরও যোগ করেন, 'এবার সময় এসেছে নিজের সেরাটা দেওয়ার, একেবারে সঠিক পরিকল্পনা নিয়ে মাঠে নামার। এমন নয় যে এটা আমরা ফাইনালে পৌঁছেছে বলে আজ আমাদের নতুন করে করতেই হবে। আমরা বিগত দুই বছর ধরে এমনটাই করে আসছি। কারণ আমরা জানতাম যে ভারতে বিশ্বকাপ আয়োজিত হবে এবং এখানকার পরিবেশ, পরিস্থিতি সম্পর্কেও আমরা অবগত। তাই আমরা সেইমতোই বহুদিন ধরে প্রস্তুতি সেরেছি। এবার শুধু মাঠে নেমে নিজেদের একশো শতাংশ দেওয়ার এবং একে অপরের পাশে থাকার পালা।'
ভারতীয় দল বিশ্বকাপ জিতলে আইসিসির তরফে রেকর্ড অর্থ তো পুরস্কারমূল্য হিসাবে পাবেই, পাশাপাশি হরমনপ্রীতদের জন্য বিসিসিআইয়ের তরফেও নাকি ১২৫ কোটি টাকার পুরস্কারমূল্য অপেক্ষা করে রয়েছে। প্রাক্তন বিসিসিআই সচিব তথা বর্তমান আইসিসি চেয়ারম্যান জয় শাহের বদান্যতায় ভারতীয় ক্রিকেটে পুরুষ ও মহিলা, উভয় দলের ক্রিকেটারদেরই সমান ম্যাচ ফি দেওয়া চালু হয়েছিল। এবার শোনা যাচ্ছে বিসিআইয়ের তরফে আধিকারিকরা এই চালু হওয়া প্রথা বহাল রাখতে তৎপর। সেই কারণেই হরমনপ্রীত কৌররা বিশ্বকাপ জিতলেও তাঁদের ১২৫ কোটি টাকা ভারতীয় বোর্ডের তরফে পুরস্কারমূল্য হিসাবে দেওয়ার ভাবনাচিন্তা করা হচ্ছে।