নয়াদিল্লি: ভারত-নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ শেষ। এবার ৯ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে মাঠে নামবে টিম ইন্ডিয়া (Team India)। এই সিরিজের ওপর নির্ভর করেই টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্ট নির্ধারিত হবে। সেক্ষেত্রে এই সিরিজ বাড়তি গুরুত্ব পাচ্ছে। ভারত-অস্ট্রেলিয়ার দ্বৈরথের সাক্ষী থাকতে হাজির থাকবেন দুই দেশের প্রধানমন্ত্রীও।


ম্যাচে দেখবেন প্রধানমন্ত্রীরা


৯ থেকে ১৩ মার্চ ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ ম্যাচ আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজিত হবে। সেই ম্যাচেই দুই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও অ্যান্থনি আলবানেসে (Anthony Albanese) উপস্থিত থাকবেন। এই প্রথমবার তাঁর নামে নামাঙ্কিত স্টেডিয়ামে বসে ম্যাচ দেখবেন ভারতীয় প্রধানমন্ত্রী মোদি। এই সিরিজ নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনার কিন্তু কোনও কমতি নেই। 


ভারতীয় দল আজই নাগপুরে এই সিরিজের জন্য একত্রিত হবে। ৩ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত নাগপুরেই চলবে ভারতীয় দলের অনুশীলন। সিরিজ শুরুর আগেই ভারতীয় শিবিরে সুখবর। শ্রেয়স আইয়ারের প্রথম টেস্টে নামার সম্ভাবনা এখনও রয়েছে এবং ভারতের তারকা ফাস্ট বোলার যশপ্রীত বুমরাও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে মাঠে ফেরার প্রস্তুতি শুরু করে দিয়েছেন।


খাওয়াজার হুঁশিয়ারি


ভারত-অস্ট্রেলিয়া (Ind vs Aus) সিরিজের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। ভারতে পৌঁছে গিয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা। তবে ভিসা সমস্যায় আটকে গিয়েছিলেন উসমান খাওয়াজা (Usman Khawaja)। সতীর্থদের সঙ্গে ভারতে আসতে পারেননি।


ভিসা সমস্যায় আটকে ছিলেন। অবশেষে সেই সমস্যা কাটল খাওয়াজার। ভারতের পথে রওনা হয়ে গেলেন অস্ট্রেলীয় ব্যাটার। এবং সোশ্যাল মিডিয়ায় ভারতকে হুঁশিয়ারিও দিলেন। অবশ্য মজা করে। হিন্দিতে। বিমানের মধ্যে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন খাওয়াজা। সঙ্গে লিখলেন, 'ইন্ডিয়া, ম্যায় আ রহা হুঁ...'।


ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে ৪টি টেস্ট ম্যাচের বর্ডার-গাওস্কর ট্রফি অনুষ্ঠিত হবে। এই সিরিজের প্রথম ম্যাচ নাগপুরে ৯ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হবে। সেই উদ্দেশ্যে অস্ট্রেলিয়া দল ভারতে পৌঁছে গেলেও সেই দলের সঙ্গে আসেননি ওপেনার উসমান খাওয়াজা। তিনি ভিসা পাননি। যে কারণে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দলের সঙ্গে আসতে পারেননি তিনি। এর আগে বুধবার অস্ট্রেলিয়ান দলের খেলোয়াড় ও কর্মীরা সিডনি থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দেন। এর পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন উসমান খাওয়াজা।


আরও পড়ুন: এনসিএ-তে শুরু প্রস্তুতি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই কি মাঠে ফিরবেন বুমরা?