চেন্নাই: দিনের প্রথমার্ধে দুই তরুণ তুর্কি ঋষভ পন্থ (Rishabh Pant) ও শুভমন গিলের (Shubman Gill) ব্যাটিং দৌরাত্ম্যের সাক্ষী থেকেছিল চিপক। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের (IND vs BAN 1st Test) তৃতীয় দিনের শেষ সেশনে ঘরের ছেলে আর অশ্বিনের (R Ashwin) স্পিন ভেল্কিও দেখল চেন্নাই। এই ত্রয়ীর সুবাদেই প্রথম টেস্টে জয়ের গন্ধ পাচ্ছে ভারত। ৫১৫ রান তাড়া করতে নেমে দিনশেষে বাংলাদেশের স্কোর চার উইকেটের বিনিময়ে ১৫৮ রান। জয়ের জন্য আরও ৩৫৭ রান তুলতে হবে বাংলাদেশকে। 


 






 


ভারতের হয়ে দিনের শুরুটা ব্যাট হাতে করেছিলেন শুভমন গিল ও ঋষভ পন্থ। দুই তারকার চোখধাঁধানো ব্যাটিংয়ে ভারতীয় দল ম্যাচে অনেকটাই এগিয়ে যায়। বাংলাদেশের সামনে জয়ের জন্য রেকর্ড টার্গেট দেয় ভারত। পন্থ ও গিল, দুই তারকার শতাধিক রানের পার্টনারশিপে মধ্যাহ্নভোজের সময় ভারতীয় দলের রান দু'শোর গণ্ডি পার করে ফেলে। লিড দাঁড়ায় ৪৩২। পন্থ ও গিল, দুইজনেই ৮০-র কোটায় অপরাজিত ছিলেন। অনেকেই মনে করছিলেন সম্ভবত লাঞ্চের পরে দুই তারকা সেঞ্চুরি হাঁকালেই ভারতীয় দল ইনিংস ঘোষণা করবে। দুই তারকাই সেঞ্চুরি হাঁকান। নিজের লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটের কামব্যাক টেস্টে ষষ্ঠ সেঞ্চুরিটি করেন পন্থ। তিনিই মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে যুগ্মভাবে টেস্টে ভারতীয় কিপার-ব্য়াটার হিসাবে সর্বাধিক সেঞ্চুরির হাঁকানোর কৃতিত্ব গড়লেন। 


অপরদিকে, শুভমন গিল পঞ্চম টেস্ট সেঞ্চুরি করেন। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে প্রথম ব্যাটার হিসাবে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন গিলও। পন্থ শেষমেশ ১০৯ রানে আউট হলেও, গিল ১১৯ রানে অপরাজিত থাকেন। ২৮৭ রানে চার উইকেটে ইনিংস ঘোষণা করে টিম ইন্ডিয়া। জবাবে বাংলাদেশের দুই ওপেনার শুরুটা ভালই করেছিলেন। শাদমান ও জাকির হাসান চা বিরতির আগে কোনও উইকেট না হারিয়েই ৫০ রান পার করিয়েছিলেন বাংলাদেশকে।


তবে তৃতীয় সেশন শুরু হওয়ার পর পরই যশপ্রীত বুমরা ভারতীয় দলকে প্রথম সাফল্য এনে দেন। জাকিরকে ৩৩ রানে আউট করেন বুমরা। এরপর অশ্বিন শো। ঘরের মাঠে বল হাতে অশ্বিনের রেকর্ড বেশ ভাল। এদিনও তিনি সেই রেকর্ড অব্যাহত রাখলেন। একে একে অশ্বিনের ভেল্কিতে শাদমান, মোমিনুল, মুশফিকুররা সাজঘরে ফেরেন। একমাত্র ওপার বাংলার অধিনায়ক নাজমুল হোসেন শান্তই ব্যাট হাতে এখনও অবধি নজর কেড়েছেন। তিনি ৫১ রানে ব্যাট করছেন। তাঁর সঙ্গে চতুর্থ দিনে বাংলাদেশের হয়ে নামবেন শাকিব আল হাসান। শাকিবের সংগ্রহ ৫ রান।   


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: শাকিব আউট হতেই মাঠে বিশেষ নাচ বিরাটের, ভাইরাল হল কোহলির ভিডিও