কানপুর: গ্রিন পার্কে আয়োজিত হচ্ছে ভারত বনাম বাংলাদেশের দুই ম্যাচের টেস্টে সিরিজ়ের দ্বিতীয় টেস্ট (IND vs BAN 2nd Test)। তবে এই ম্যাচে এখনও পর্যন্ত কোন ব্যাটার বা বোলার নন, একমাত্র নায়ক বা খলনায়ক হয়ে উঠেছে বৃষ্টি। প্রথম দিন ৩৫ ওভার বল করা গেলেও, দ্বিতীয় দিন, শনিবার তো এক বলও গড়াল না। রবিবার কেমন থাকবে আবহাওয়া? ওইদিনও কি ম্যাচে বিঘ্ন ঘটাবে বৃষ্টি?


আবহাওয়ার পূর্বাভাস কিন্তু ক্রিকেটপ্রেমীদের হতাশই করবে। পূর্বাভাস অনুযায়ী আজ রাতে কানপুরে বজ্রবিদ্যুৎসহ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা তো রয়েইছে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালও। সকাল ৯.৩০-টার দিকে রবিবার ৬১ শতাংশ বৃষ্টি হওয়ার কথা। তবে বেলার দিকে বৃষ্টি খানিকটা ধরতে পারে। ১২.৩০টার দিকে আবহাওয়ার খানিকটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সময় মাত্র ২৪ শতাংশই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে খুব আনন্দদায়ক কোনও খবর কিন্তু নেই। তৃতীয় সেশনের সময় অর্থাৎ ২.৩০ টার দিকে ফের একবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


তবে মন্দের ভাল এই যা, দ্বিতীয় দিনের মতো রবিবার অন্তত গোটা দিনের খেলা বৃষ্টিতে ভেসে যাবে না, এই আশা করা যায়। তবে খুব বেশি ওভার যে খেলা সম্ভব হবে না, তা কার্যত নিশ্চিত। তবে রবিবার বৃষ্টি হলেও, Accuweather খানিকটা আশার আলো দেখাচ্ছে। সোমবার ও মঙ্গলবার, অর্থাৎ ম্যাচের শেষ দুই দিন আকাশ পরিস্কার থাকার পূর্বাভাস রয়েছে। তাই শেষ দুইদিন কোনওরকম বিঘ্ন ছাড়া গোটা দিনের খেলা হবে বলে আশা করা যায়। অবশ্য পরিবেশের ওপর কারুর নিয়ন্ত্রণ নেই। তাই এই বিষয়ে নিশ্চয়তা অন্তত দেওয়া যায় না।


 






শেষমেশ এই ম্যাচে আদৌ কোনও ফলাফল সম্ভব হয় কি না, ভারতীয় দল বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে পারে কি না বা ওপার বাংলার দল টিম ইন্ডিয়ার বিরুদ্ধে প্রথমবার লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে জয় পায় কি না, তা সময়ই বলবে।    


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: টাকার ছয়লাপ! এবার থেকে আইপিএল ম্যাচ খেলার জন্যও টাকা পাবেন ক্রিকেটাররা, ঘোষণা জয় শাহের