মুম্বই: আজই বাংলাদেশের বিরুদ্ধে দাপুুটে মেজাজে প্রথম টেস্ট জিতে নিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। আর অশ্বিনের অলরাউন্ড পারফরম্যান্সে ২৮০ রানের বিরাট ব্যবধানে জয় এসেছে। সিরিজ়ে ১-০ এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। এই জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই দ্বিতীয় টেস্টেরও (IND vs BAN 2nd Test) দল ঘোষণা করে দিল ভারতীয় পুরুষ দলের নির্বাচক কমিটি।
২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে ওপার বাংলার দলের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে মাঠে নামবে টিম ইন্ডিয়া। একদিকে ভারতীয় দল যেখানে এই ম্যাচও জিতে সিরিজ় জয়ের উদ্দেশে মাঠে নামবে। সেখানে বাংলাদেশের লক্ষ্য ভারতের বিরুদ্ধে নিজেদের ইতিহাসে প্রথম টেস্ট জিতে সিরিজ় সমতায় শেষ করা। সেই ম্যাচে ভারতীয় ম্যানেজমেন্ট তারকা ফাস্ট বোলার যশপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) বিশ্রাম দিতে পারে বলে কানাঘুষো শোনা যাচ্ছিল। তবে নির্বাচকদের ঘোষিত দলে কিন্তু বুমরা রয়েছেন।
প্রথম টেস্টে রাহুল দুই ইনিংসের কোনটিতেই খুব বড় রান পাননি। প্রথম ইনিংসে তিনি ১৬ রান করেন। দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকে আসে অপরাজিত ২২ রানের ইনিংস। অবশ্য দ্বিতীয় ইনিংসে তেমন সুযোগও পাননি তিনি। শোনা যাচ্ছিল রাহুলকে নাকি দল থেকে বাদ দেওয়া হতে পারে। তবে তেমনটা কিন্তু হয়নি। হয়তো রাহুলকে আরও সুযোগ দিতে আগ্রহী ম্যানেজমেন্ট। দ্বিতীয় টেস্টে একাদশে কোনও বদল হয় কি না, সেটা সময়ই বলবে। তবে ১৫ জনের স্কোয়াডে কিন্তু কোনওরকম কোনও বদল ঘটানো হল না।
টিম ইন্ডিয়া কানপুরেও নিজেদের দাপট অব্যাহত রাখতে পারে কি না, সেটাই দেখার বিষয় হতে চলেছে।
ঘোষিত ভারতীয় দল-
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, যশপ্রীত বুমরা, যশ দয়াল
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ব্যাট, হেলমেটের বন্দনা করে মাঠে নেমেই শতরান, টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটিয়ে সন্তুষ্ট পন্থ