ঢাকা: বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট (IND vs BAN 2nd Test) জিততে ভারতের আর মাত্র ১০০ রান প্রয়োজন, হাতে রয়েছে ছয় উইকেট। ভারতীয় টপ অর্ডার ব্যর্থ হলেও এখনও ঋষভ পন্থ, শ্রেয়স আইয়াররা ক্রিজেই নামেননি। মাত্র ১০০ রান বাকি থাকলেও, তৃতীয় দিনের শেষে ম্যাচে বাংলাদেশই এগিয়ে বলে মনে করছেন দলের সহ-অধিনায়ক লিটন দাস (Litton Das)। তাঁর দাবি চতুর্থ দিনের সকালে এক-দুইটি উইকেট তুলে নিলেই ম্যাচে বাংলাদেশের জয়ের সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে।
লিটনের দাবি
লিটন বলেন, 'অবশ্যই ম্যাচ জেতাটা সম্ভব। আমরা যদি সকালে দ্রুত এক, দুইটি উইকেট তুলে নিতে পারি তাহলে ম্যাচ না জেতার কোনও কারণ নেই। নিঃসন্দেহ বর্তমানে আমরাই ম্যাচে এগিয়ে আছি এবং ওরা ভীষণ চাপে রয়েছে। আমরা যদি সকালে ভাল পরিকল্পনা নিয়ে মাঠে নামি তাহলে ওরা চাপের মুখে ভেঙে পড়তে পারে। ওদের চাপে ফেলাটাই আমাদের লক্ষ্য। এই ম্যাচটা আমাদের জিততেই হবে। মিরপুরে চতুর্থ ইনিংসে ব্যাট করাটা বরাবরই খুব চাপের। আমরা ওদের ২০০ থেকে ২২০ রানের টার্গেট দিতে পারলে ভাল হত। তবে ওদের কিন্তু ম্যাচ জিততে এখনও ১০০ রানের প্রয়োজন এবং চতুর্থ দিনে এই রানটা তোলা খুবই কষ্টসাধ্য। আমার মনে হয় আমাদের জয়ের জন্য এই রানটা যথেষ্ট।'
তৃতীয় দিনের হালহকিকত
৪৫ রান করলেই ম্যাচ পকেটে। এই লক্ষ্যে খেলতে নেমে দিনের শেষে দ্বিতীয় ইনিংসে মাত্র ৪৫ রান বোর্ডে তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে টিম ইন্ডিয়া। ইতিমধ্যেই প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন বিরাট কোহলি, কে এল রাহুল। ক্রিজে আছেন অক্ষর পটেল ও নাইটওয়াচম্য়ান জয়দেব উনাদকাট।
গতকাল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কোনও উইকেট না হারিয়ে ৭ রান বোর্ডে তুলে নেয় বাংলাদেশ। এদিন ব্যাট করতে নেমে শান্তর উইকেট হারায় বাংলাদেশ। যদিও প্রথম টেস্টের শতরানকারী জাকির হাসান অর্ধশতরান করেন। যদিও ৫১ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। উমেশ যাদব তুলে নেন জাকির হাসানের উইকেট। লোয়ার অর্ডারে ৭৩ রানের ইনিংস খেলেন লিটন দাস। নিজের ইনিংসে ৭টি বাউন্ডারি হাঁকান তিনি। নুরুল হাসান ৩১ ও তাসকিন আহমেদ ৩১ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ২৩১ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ।
১৪৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দিনের শেষে ৪৫ রানের বিনিময়ে ৪ উইকেট খুঁইয়ে ফেলেছে ভারতীয় দল। একে একে প্যাভিলিয়নে ফিরেছেন ভারতীয় ব্যাটিংয়ের টপ অর্ডার। অধিনায়ক কে এল রাহুল ২ রান করে ফেরেন। শুভমন গিল ৭ রান করেন। ৬ রান করেন চেতেশ্বর পূজারা। ২২ বলে ১ রান করে আউট হন বিরাট কোহলি। অক্ষর পটেল ২৬ রান করে ব্যাট করছেন। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের মেহদি হাসান মিরাজ ৩ উইকেট তুলে নিয়েছেন।
আরও পড়ুন: