ঢাকা: ভারত-বাংলাদেশের দ্বিতীয় টেস্টের (IND vs BAN 2nd Test) দ্বিতীয় দিনের শেষে ঋষভ পন্থ (Rishabh Pant) ও শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) সুবাদে চালকের আসনে ভারতীয় দল। দুই ভারতীয় তারকাই নিজেদের শতরান হাতছাড়া করলেও, তাঁদের অর্ধশতরানের ইনিংসের দৌলতেই প্রথম ইনিংসে ৮৭ রানের লিড নিতে সক্ষম হল ভারতীয় দল। বাংলাদেশের ২২৭ রানের জবাবে ৩১৪ রানের নিজেদের ইনিংস শেষ করল ভারত। দিনের শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে সাত রান।


ব্যর্থ টপ অর্ডার


ভারতের অধিনায়ক কেএল রাহুল এদিন ফের একবার ব্যাট হাতে ব্যর্থ হলেন। ৪৫ বলে ১০ রানের তাঁর ইনিংসের কোনও সময়ই রাহুলকে সেট বলে মনে হয়নি। শেষমেশ তাইজুল ইসলামই রাহুলকে ফেরান। গিলকেও ২০ রানে ফেরান তাইজুলই। গত টেস্টে শতরানকারী চেতেশ্বর পূজারা শুরুটা মন্দ করেননি। তবে তিনিও ২৪ রানের বেশি করতে পারেননি। বিরাট কোহলিও ২৪ রানেই সাজঘরে ফেরেন। ৯৪ রানে চার উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় ভারতীয় দল। এমন পরিস্থিতিতেই ইনিংসের হাল ধরেন পন্থ ও শ্রেয়স। 


পন্থের নতুন রেকর্ড 


দ্বিতীয় দিনের সকালটা বাংলাদেশি বোলারদের হলে, দুপুরটা ছিল শ্রেয়স ও পন্থের। দুই তরুণ তারকার আগ্রাসী ব্যাটিংয়ের সুবাদে দ্বিতীয় সেশনে ২৫ ওভারে ভারত মাত্র এক উইকেট হারিয়ে ১৪০ রান তোলে। তবে চা বিরতির পরেই পন্থ ও শ্রেয়সের ১৫৯ রানের পার্টনারশিপ ভাঙে। শ্রেয়স ৮৭ রানে ফেরেন, পন্থ ৯৩ রানে আউট হন। এই নিয়ে ষষ্ঠবার ৯০-র ঘরে আউট হলেন পন্থ। প্রসঙ্গত, ৪৯ রানে এদিন নিজের অর্ধশতরান পূরণ করেন পন্থ। এটিই টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোনও ভারতীয় কিপার-ব্যাটারের দ্রুততম অর্ধশতরান। মহেন্দ্র সিংহ ধোনির ১৫ বছর পুরনো রেকর্ড ভাঙলেন পন্থ।


তবে পন্থ ও শ্রেয়সের পার্টনারশিপ ভাঙার পরেই নিয়মিত ব্যবধানে উইকেট হারায় ভারতীয় দল। দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে ৮৮ রানে ছয় উইকেট হারিয়ে ৩১৪ রানেই অল আউট হয়ে যায় ভারত। বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসানই শেষবেলায় চার চারটি উইকেট নেন। তাইজুল ইসলামও চারটি উইকেট পান। একটি করে উইকেট পান তাসকিন আমেদ ও মেহেদি হাসান মিরাজ। দ্বিতীয় দিনের শেষে বাংলাদেশ ভারতের থেকে ৮০ রান পিছিয়ে রয়েছে।


আরও পড়ুন: শেষবেলায় শাকিবকে 'ঘরে' ফেরাল কলকাতা নাইট রাইডার্স