চট্টগ্রাম: সিরিজ হেরে গেলেও চট্টগ্রামে ভারত-বাংলাদেশের তৃতীয় ওয়ান ডে ম্যাচকে চিরস্মরণীয় করে রাখলেন ঈশান কিষাণ। ভারতীয় তরুণ তারকার বিশ্বরেকর্ড গড়া দ্বিশতরানে ভর করেই ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে নিজেদের চতুর্থ সর্বাধিক রান করল ভারতীয় দল। ঈশানের পাশাপাশি এদিন নিজের ৪৪তম ওয়ান ডে শতরানটি করেন বিরাট কোহলি। নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটের বিনিময়ে ভারতীয় দল ৪০৯ রান তুলল।
IND vs BAN 3rd ODI: ঈশানের বিশ্বরেকর্ড গড়া দ্বিশতরান, ১০০ করলেন কোহলিও, ৪০৯ রান তুলল ভারত
ABP Ananda | Rishav Roy | 10 Dec 2022 03:35 PM (IST)
Ishan Kishan: আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে দ্রুততম দ্বিশতরান করলেন ঈশান করলেন।
তিনশো রানের পার্টনারশিপ গড়েন ঈশান-বিরাট (ছবি: বিসিসিআই ট্যুইটার)