চট্টগ্রাম: ওয়ান ডে ক্রিকেটে দ্বিশতরান করা ক্রিকেটারদের তালিকায় খুবই কম। শনিবার, ১২ ডিসেম্বর সেই তালিকায় নিজের নাম লেখালেন ঈশান কিষাণ (Ishan Kishan)। শুধু নামই লেখালেন না, একেবারে হাঁকিয়ে ফেললেন সর্বকালের দ্রুততম দ্বিশতরানও। ২১০ রানের ইনিংসে বিশ্বের সকলকে তাঁর দক্ষতার নমুনা দিলেন ঈশান। তবে তা সত্ত্বেও তাঁর গলায় আক্ষেপের সুর।
কিংবদন্তিদের তালিকায়
বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচে (IND vs BAN 3rd ODI) আহত রোহিত শর্মার বদলে ভারতীয় দলের হয়ে ওপেন করার সুযোগ পান ঈশান। আর সুযোগ পেয়েই বাজিমাত। নিজের কেরিয়ারের প্রথম ওয়ান ডে শতরানকেই দ্বিশতরানে পরিবর্তিত করলেন তরুণ তারকা। কণিষ্ঠতম ব্যাটার হিসাবে হাঁকালেন ২০০। ১৩১ বলে ঈশানের ২১০ রানের ইনিংস সাজানো ছিল ২৪টি চার ও ১০টি ছক্কায়। চতুর্থ ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডে ক্রিকেটে দ্বিশতরান করলেন ২৪ বছর বয়সি ঈশান। ম্যাচের মাঝপথে ভারতীয় ইনিংস শেষে নিজের ইনিংসের বিষয়ে কথা বলতে গিয়ে ঈশান বলেন, 'পিচটা ব্যাট করার জন্য দারুণ ছিল। আমি ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মনোভাব নিয়ে ব্যাটিং করব বলে ঠিক করে এসেছিলাম। এত কিংবদন্তুিদের নিয়ে তৈরি তালিকায় নিজের নাম সামিল করতে পেরে আমি গর্বিত।'
ঈশানের আফসোস
তবে ১৫ ওভার আগে আউট হয়ে যাওয়ার ফলেই হতাশ ঈশান। তিনি বলেন, '১৫ ওভার বাকি থাকতেই তো আউট হয়ে গেলাম। টিকে থাকলে ৩০০ রানও কিন্তু করাই যেত। বিরাট ভাই (কোহলি) আমায় বুঝিয়ে দিচ্ছিলেন কোন বোলারের বিরুদ্ধে বড় শট মারার সুযোগ উচিত, কাদের দেখা খেলা উচিত। বোলার বাছাই করাটা খুবই দরকার ছিল। আমি যখন ৯৫-এ ব্যাট করছিলাম তখন ছক্কা মারার লক্ষ্যে ছিলাম। তখন ওঁই আমায়া শান্ত করে বলে যেহেতু এটা আমার প্রথম শতরান, তাই সুযোগ না নিয়ে এক রান করে শতরানের গণ্ডি পার করা উচিত।'
আরও পড়ুন: ঝোড়ো দ্বিশতরানে গেলকে পিছনে ফেলে বিশ্বরেকর্ড গড়লেন ঈশান কিষাণ