দুবাই: সাম্প্রতিক সময়ে ভারতীয় দলের সেরা বোলার কে? প্রশ্নটা করা হলে সিংহভাগ মানুষই যশপ্রীত বুমরার নাম বলবেন। তবে চোটের জন্য গোটা চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) থেকেই ছিটকে গিয়েছেন। বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি বুমরাহীন ভারতের বিরুদ্ধে এক বড় অঘটনের আশা নিয়ে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ (IND vs BAN)। তবে অতীত পরিসংখ্যান কী বলছে?
১৯৮৮ সালে এশিয়া প্রথমবার দুই পড়শি দেশ ভারত ও বাংলাদেশ ওয়ান ডেতে একে অপরের মুখোমুখি হয়েছিল। তারপর থেকে মোট ৪১ বার দুই দল এই ফর্ম্যাটে একে অপরের মুখোমুখি হয়েছে। ভারতীয় দল যে এই দুই দেশের লড়াইয়ে অনেকটাই এগিয়ে, তা বলার অপেক্ষা করে না। টিম ইন্ডিয়া ৪১ ম্যাচের মধ্যে ৩২টি ম্যাচ জিতেছে। বাংলাদেশ মাত্র আটটি ম্যাচ জিতেছে। ভারতের বিরুদ্ধে ১৬ বছরে নাগাড়ে ১২ ম্যাচ হারার পর টাইগাররা নিজেদের প্রথম ম্যাচ জয়ের মুখ দেখতে পারে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অবশ্য দুই দল এর আগে মাত্র একবারই একে অপরের সম্মুখীন হয়েছে। ২০১৭ সালের সেই ম্যাচে দুই মহারথী বিরাট কোহলি ও রোহিত শর্মা, দুইজনেই দুরন্ত ব্যাটিং করেছিলেন। রোহিতের ব্যাট থেকে এসেছিল অপরাজিত ১২৩ রানের ইনিংস। কোহলি করেছিলেন অপরাজিত ৯৬ রান। তাঁদের অপরাজিত ১৮৮ রানের পার্টনারশিপই ভারতকে জয় এনে দিয়েছিল। হেসেখেলে ২৬৫ রানের লক্ষ্য তাড়া করেছিল ভারত। নয় উইকেটে জিতেছিল ম্যাচ।
তবে শান্তদের আশা জোগাবে সাম্প্রতিক ফর্ম। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে আটটি জয়ের মধ্যে তিনটিই এসেছে শেষ পাঁচ ওয়ান ডেতে। ঘরের মাঠে ভারতকে ২-১ সিরিজ় হারানোর পাশাপাশি ২০২৩ সালের এশিয়া কাপেও জয় পেয়েছিল ওপার বাংলার দল। এবার দেখার বৃহস্পতিবার ২২ গজের যুদ্ধশেষে জয়ের হাসি কোন দল হাসে।
তবে দর্শকদের চিন্তা বাড়াবে আবহওয়ার পূর্বাভাস। দুবাই মানেই উষ্ণ, তপ্ত আবহাওয়া, শুষ্ক পরিবেশ। মরুদেশে সাধারণত বৃষ্টি হয়না। তবে ভারত বনাম বাংলাদেশের ম্যাচে কিন্তু অল্প হলেও সেই সম্ভাবনা রয়েছে। AccuWeather-র রিপোর্ট অনুযায়ী, ম্যাচের দিন অর্থাৎ বৃহস্পতিবার বৃষ্টির ৩৫ শতাংশ সম্ভাবনা রয়েছে। যার ফলে ম্যাচ থামালেও, থামাতে হতে পারে। এই ম্যাচের দিন তাপমাত্র ২৪ ডিগ্রির আশেপাশে থাকার পূর্বাভাস রয়েছে এবং আর্দ্রতা ৪৮ শতাংশের আশেপাশে থাকার সম্ভাবনা। ১১ কিলোমিটার প্রতি ঘণ্টায় হাওয়া বওয়ার পূর্বাভাস রয়েছে। পাশাপাশি ম্যাচের দিন আকাশও মেঘলা থাকার সম্ভাবনা। ফলে ম্যাচের সময় কিন্তু বৃষ্টি হতেই পারে। শেষমেশ কী হয় এবার সেটাই দেখার।