নয়াদিল্লি: ৯ জুলাই থেকে বাংলাদেশের বিরুদ্ধে (INDW vs BANW) তিন ম্যাচের টি-টোয়েন্টি ও সমসংখ্যক ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে নামবে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women's Cricket Team)। সেই সফরের জন্য ইতিমধ্যেই ভারতীয় স্কোয়াডের ঘোষণাও হয়ে গিয়েছে। বেশ কিছু উল্লেখযোগ্য খেলোয়াড় এই সিরিজের জন্য ভারতীয় দলে সুযোগ পাননি। তাঁদের মধ্যে অন্যতম হলেন শিখা পাণ্ডে (Shikha Pandey)। 


ভারতীয় দলে সুযোগ না পাওয়ায় কান্নায় ভাসলেন অভিজ্ঞ ভারতীয় ফাস্ট বোলার শিখা। প্রাক্তন ভারতীয় মহিলা দলের কোচ ডব্লু ভি রমনের সঙ্গে এক সাক্ষাৎকারে শিখা বলেন, 'আমি যদি বলি আমি এতে হতাশ নই বা রাগ করিনি, তাহলে সেটা মিথ্যা বলা হবে। কঠোর পরিশ্রম করার পরেও যখন তাঁর সুফল পাওয়া যায় না, তখন সেটা ভীষণ হতাশাজনক। নিশ্চয়ই এর পিছনে কোনও না কোনও কারণ আছে, যেটা আমার জানা নেই। আমার হাতে শুধু পরিশ্রম করে যাওয়ার বিকল্পই রয়েছে এবং সেটাতেই আমি বিশ্বাস করি। সুতরাং মানসিক এবং শারীরিকভাবে ফিট যতক্ষণ না হচ্ছি, ততক্ষণ পরিশ্রম করে যাব।'


অবশ্য শুধু শিখা নন, রেণুকা ঠাকুর সিংহ, রিচা ঘোষের মতো তারকারাও দলে সুযোগ পাননি। দুই তারকা স্পিনার রাধা যাদব ও রাজেশ্বরী গায়কোয়াড়। তবে হরমনপ্রীত কৌরকেই দুই ফর্ম্যাটেই ভারতীয় দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে। দলের সহ-অধিনায়ক হিসাবে স্মৃতি মান্ধানাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ৯ জুলাইয়ে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের পর বাকি দুই ম্যাচ যথাক্রমে ১১ জুলাই ও ১৩ জুলাইতে খেলা হবে। টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়া এবং ওয়ান ডে সিরিজ শুরু হওয়ার মধ্যে কিন্তু তেমন কোনও ফাঁক নেই।তাই বিশ্রাম নেওয়ার তেমন সুযোগ পাবেন না মান্ধানা, হরমনপ্রীতরা। ওই সিরিজের দুই দিন পরেই শুরু হয়ে যাবে ওয়ান ডে সিরিজ। ১৬, ১৯ এবং ২২ জুলাই তিনটি ওয়ান ডে ম্যাচ খেলা হবে। টি-টোয়েন্টি ম্যাচগুলি দুপুর ১.৩০ এবং ওয়ান ডে ম্য়াচগুলি সকাল ৯টা থেকে শুরু হবে। ফেব্রুয়ারি মাসে বিশ্বকাপের পর এই প্রথম ভারতীয় মহিলা দলকে আবার আন্তর্জাতিক ক্রিকেট খেলতে দেখা যাবে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: বাড়িতে ক্যাকটাস কিংবা ভাঙা তালা রেখেছেন? দুর্ভাগ্য ডেকে আনছেন না তো?