মুম্বই: ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। গত ১৬ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে দাপটের সঙ্গে খেলে আসছেন। বিশ্ব ক্রিকেটের সেরা ব্যাটারদে একজন তিনি। তিনি কিং কোহলি। একের পর এক রেকর্ড ভেঙেছেন আর গড়েছেন। ক্রিকেটের তিন ফর্ম্য়াটেই বিরাটের ব্যাটে দাপট দেখ গিয়েছে। গত বছর ওয়ান ডে বিশ্বকাপের সময় একটি রেকর্ড বিরাট গড়েছিলেন। যা সুদূর ভবিষ্যতে আর কেউ কখনও ভাঙতে পারবেন কি না, তা কিন্তু সন্দেহ আছে।

  


ওয়ান ডে ক্রিকেটে এখনও পর্যন্ত ৫০টি শতরান হাঁকিয়েছেন বিরাট। তিনি টপকে গিয়েছেন সচিন তেন্ডুলকরকে। তাঁর ঝুলিতে ছিল ৪৯টি ওয়ান ডে শতরান। কিন্তু সচিনের সেই রেকর্ডও ভেঙে ফেলেছিলেন কোহলি মাস্টার ব্লাস্টারের সামনেই। প্রায় এক দশকের ওপরে সচিনের সর্বাধিক ওয়ান ডে সেঞ্চুরির রেকর্ড অক্ষত ছিল। কিন্তু শেষ পর্যন্ত বিরাট সেই রেকর্ড ভেঙে দিয়েছেন। তিনিই বিশ্বের একমাত্র ব্যাটার যিনি শতরানের অর্ধশতরান হাঁকিয়েছেন। ওয়ান ডে ফর্ম্য়াটে তৃতীয় সর্বাধিক রেকর্ডের মালিক এই মুহূর্তে রোহিত শর্মা। তাঁর ঝুলিতে রয়েছে ৩১টি শতরান।


রোহিতের পক্ষে বিরাটের ৫০ ওয়ান ডে শতরান হাঁকানোর রেকর্ড ভাঙা একপ্রকার অসম্ভবই। কারণ কিছুদিন পরেই ৩৮ ছুঁতে চলা রোহিত হয়ত আর এক দুবছরই খেলবেন। আর তার মধ্যে ১৯টি শতরান হাঁকানো কোনওভাবেই সম্ভব নয়। এমনকী বিরাট নিজেও আরও এক দুবছর খেললে তিনিও ওয়ান ডে ফর্ম্য়াটে আরও কয়েকটি শতরান হাঁকিয়ে ফেলবেন। 


বিরাট কোহলির মাঠে নামা মানেই নিত্যনতুন কোনও না কোনও রেকর্ড ভাঙ্গাগড়া। ওপার বাংলার দলের বিরুদ্ধেও 'কিং কোহলি' একাধিক ব্যক্তগত মাইলফলক তো স্পর্শ করতেই পারেন, পাশাপাশি কিন্তু তিনি ডন ব্র্যাড্যানকেও পিছনে ফেলতে পারেন। বিরাট কোহলির দখলে বর্তমানে লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে ২৯টি শতরান করার কৃতিত্ব রয়েছে। তিনি এই সিরিজ়ে আর একটি সেঞ্চুরি হাঁকালেই ডন ব্র্যাডম্যানের টেস্ট সেঞ্চুরির রেকর্ড পিছনে ফেলে দেবেন।


বিরাট কোহলি নয় হাজার টেস্ট রানের গণ্ডি পার করার থেকে আর মাত্র ১৫২ রান দূরে। তিনি দুই টেস্টের সিরিজ়়ে ১৫২ রান করে ফেলবেন, এই প্রত্যাশা রয়েছে তাঁর থেকে। তবে তিনি ৩২ রান করলেই কিন্তু চেতেশ্বর পূজারাকে পিছনে ফেলে দেবেন। পূজারা বাংলাদেশের বিরুদ্ধে মোট ৪৬৮ রান করেছেন। কোহলির সামনে তাঁকে পিছনে ফেলার হাতছানি রয়েছে।