চেন্নাই: সফরকারী বাংলাদেশ (India vs Bangladesh) দলের উদ্দেশে ক্রিকেটপ্রেমীরা বলতে পারেন, হুঁশিয়ার!


ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজ শুরু হতে আর মাত্র দিন দুয়েক বাকি। দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলতে রবিবারই ভারতে পৌঁছে গিয়েছে বাংলাদেশ। ১৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার শুরু প্রথম টেস্ট। চেন্নাইয়ে জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল। ঢাকা থেকে রবিবার সরাসরি চেন্নাইয়ে পৌঁছে গিয়েছেন বাংলাদেশের ক্রিকেটারেরাও।


আর সেই সিরিজ শুরুর মুখে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) হাজির হলেন নতুন অস্ত্র নিয়ে। কী সেই অস্ত্র?


চেন্নাইয়ে ভারতীয় দলের নেট প্র্যাক্টিসের সময় রোহিতকে দেখা গিয়েছে রিভার্স স্যুইপ মারতে। যে শট রোহিতের আস্তিনে থাকলেও তাঁকে আগে সেভাবে রিভার্স স্যুইপ মারতে দেখা যায়নি।


বাংলাদেশ বোলিং আক্রমণে সবচেয়ে বেশি ধারাল অস্ত্র দলের স্পিনাররা। অন্যদিকে ভারতীয় ব্যাটারদের স্পিন খেলার দক্ষতা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে সম্প্রতি। সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, ভি ভি এস লক্ষ্মণ, বীরেন্দ্র সহবাগ, গৌতম গম্ভীররা যতদিন খেলেছেন, স্পিনারদের বিরুদ্ধে ব্য়াট হাতে শাসন করেছেন ভারতীয় ব্যাটাররা। কিন্তু তারপর থেকেই স্পিনের বিরুদ্ধে ভারতীয় ব্যাটিংয়ের দুর্বলতা বারবার ফুটে উঠেছে। ২০১২ সালে ভারতের মাটিতে এসে ভারতকে টেস্ট সিরিজে ঘায়েল করে গিয়েছিল ইংল্যান্ড। সেই সিরিজের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন দুই ইংরেজ স্পিনার মন্টি পানেসর ও গ্রেম সোয়ান। সম্প্রতি ভাল মানের স্পিন বোলিংয়ের বিরুদ্ধে বারবার হোঁচট খেয়েছে ভারত।


সেই রোগ সারাতেই যেন বাড়তি সচেষ্ট রোহিত। চেন্নাইয়ে নেট প্র্যাক্টিসের সময় সাবলীলভাবে রিভার্স স্যুইপ খেলতে দেখা গিয়েছে ভারত অধিনায়ককে। বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, শুভমন গিলরাও স্যুইপ শট খেলছেন দেদার। সব মিলিয়ে বাংলাদেশ স্পিনারদের মহড়া নেওয়ার জন্য ভারতীয় ব্যাটিং তৈরি বলেই মনে করা হচ্ছে।


 






ভারতে আসার আগে পাকিস্তানকে তাদের দেশের মাটিতে টেস্ট সিরিজে হারিয়ে এসেছে বাংলাদেশ। যা বাংলাদেশ ক্রিকেট দলের কাছে ঐতিহাসিক মুহূর্ত বলে মনে করা হয়েছিল। তবে ভারতের বিরুদ্ধে কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশের ক্রিকেট দলকে।


আরও পড়ুন: দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন ঋষভ পন্থ? কী বললেন ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ?