মুম্বই: কাল থেকে শুরু হবে ভারত-বাংলাদেশের (IND vs BAN) তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। সেই সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোটের কারণে গোটা সিরিজ থেকেই ছিটকে গেলেন ভারতীয় তারকা ফাস্ট বোলার মহম্মদ শামি (Mohammed Shami)। তাঁর বদলে জাতীয় দলে সুযোগ পেলেন উমরন মালিক (Umran Malik)।


শনিবার ভারতীয় বোর্ডের তরফে শামির সিরিজ থেকে ছিটকে যাওয়ার বিষয়ে জানানো হয়। এক বিবৃতিতে বিসিসিআইয়ের তরফে বলা হয়, 'বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের আগে অনুশীলনে ফাস্ট বোলার মহম্মদ শামি কাঁধে চোট পেয়েছেন। ওঁ বর্তমানে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে টিম ইন্ডিয়ার মেডিক্য়াল দলের তত্ত্বাবধানে রয়েছেন এবং আসন্ন সিরিজে খেলতে পারবে না। সর্বভারতীয় নির্বাচক কমিটির তরফে উমরন মালিককে মহম্মদ শামির পরিবর্তে জাতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে।'


অধিনায়ক লিটন


রবিবার থেকে শুরু হতে চলেছে ভারত ও বাংলাদেশের (IND vs BAN) তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। সেই সিরিজের আগেই চোটের কারণে ছিটকে গিয়েছেন বাংলাদেশের তারকা ওপেনার তথা অধিনায়ক তামিম ইকবাল। তামিমের বদলে এবার আসন্ন সিরিজের জন্য বাংলাদেশের অধিনায়কও (Bangladesh Captain) ঘোষণা করে দেওয়া হল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে। দলের অধিনায়ক হওয়ার সুযোগ পেলেন লিটন কুমার দাস (Litton Kumar Das)।


বাংলাদেশ বোর্ডের তরফে দলের ১৫তম ওয়ান ডে অধিনায়ক হিসাবে লিটন দাসের নাম ঘোষণা করা হয়। এর আগে একবার বাংলাদেশকে মাহমুদুল্লাহের অনুপস্থিতিতে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিলেও, এই প্রথমবার দলকে ওয়ান ডেতে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলেন লিটন। বাংলাদেশ টেস্ট দলের সহ-অধিনায়ক তিনি। তাই লিটনকে অধিনায়ক হিসাবে নির্বাচিত করার সিদ্ধান্তটা খুব একটা বিস্ময়কর নয়।


বাংলাদেশ বোর্ডের চেয়ারম্যান জালাল ইউনুস এই সিদ্ধান্তের বিষয়ে কথা বলতে গিয়ে জানান, 'লিটন দলের অভিজ্ঞতম খেলোয়াড়দের মধ্যে একজন এবং ওঁর মধ্যে অধিনায়কত্ব করার গুণ রয়েছে। ওঁর ম্যাচের পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা রয়েছে। এমন এক গুরুত্বপূর্ণ সিরিজে তামিমকে না পাওয়াটা নিঃসন্দেহে বড় ক্ষতি। ওঁর অধীনে বিগত দুই বছরে দল দারুণ ক্রিকেট খেলেছে এবং ওঁ আমাদের সফলতম ব্যাটার, তাই ওঁকে হারানোটা আরও বেশি হতাশাজনক। ওঁকে আমরা মিস করব, তবে আমার মনে হয় লিটন অধিনায়ক হিসাবে ভাল কাজ করবে।'


আরও পড়ুন: বিজয় হাজারে ট্রফির ফাইনালে শতরান করে ইতিহাস গড়লেন রুতুরাজ