চট্টগ্রাম: বাংলাদেশের বিরুদ্ধে যথাক্রমে এক উইকেট ও পাঁচ রানে প্রথম দুই ওয়ান ডে ম্যাচ হেরে, তিন ম্যাচের সিরিজ ইতিমধ্যেই খুইয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। আজ নিয়মরক্ষার তৃতীয় ম্যাচে ফের মুখোমুখি হচ্ছে দুই দল। আপাত অর্থে এই ম্য়াচের তেমন বিশেষ কোনও তাৎপর্য না থাকলেও, ওয়াশিংটন সুন্দরের (Washington Sundar) মতামত কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এখন থেকেই বিশ্বকাপের কথা মাথায় রেখে প্রতিটি সুযোগ কাজে লাগানোর লক্ষ্যে ভারতীয় অলরাউন্ডার।


এক নজর বিশ্বকাপে


তৃতীয় ওয়ান ডে ম্য়াচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে সুন্দর বলেন, 'প্রতিটি ম্যাচই একটা নতুন সুযোগ। আমরা পরের ১০ মাসে  খুব বেশি ম্য়াচ খেলব না। তাই প্রত্যেকটা ম্যাচকেই আমাদের কাজে লাগাতে হবে। যে কোনও পরিবেশ ও পরিস্থিতিতে ভাল ক্রিকেট খেলাটাই আমাদের প্রথম লক্ষ্য, সে ম্য়াচ যাদের বিরুদ্ধেই হোক না কেন। প্রতিটি ম্য়াচেই আমরা একটু একটু করে নিজেদের ভুলত্রুটিগুলি শুধরে নিয়ে নিজেদের উন্নতি করার লক্ষ্যেই মাঠে নামব।'


চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারেননি ওয়াশিংটন। পরের বছরই ভারতেই বসতে চলেছে ৫০ ওভারের বিশ্বকাপের আসর। এখন থেকেই সেই বিশ্বকাপের দিকে এক নজর রেখেই এগোচ্ছেন ওয়াশিংটন। ২৩ বছর বয়সি ভারতীয় তারকা বলেন, 'গত ম্যাচে আমি দারুণ একটা সুযোগ পেয়েছিলাম। পরের বছরই বিশ্বকাপ আসছে। যে কোনও পরিবেশ, পরিস্থিতিতে দলের প্রয়োজনে ভাল খেলে, এমন একজন খেলোয়াড় হওয়াই আমার লক্ষ্য। যখনই সুযোগ পাব, দলকে যেন ম্যাচ জেতাতে পারি। দলের প্রয়োজনে নিজের সবটা দিতে আগ্রহী। চাই প্রতিটি ম্যাচে যেন আরও ভাল পারফর্ম করি এবং দিন দিন যেন আমার খেলা আরও উন্নত হয়।'


শেষ ম্যাচে লক্ষ্য


তবে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ তো হাতছাড়া হয়েই গিয়েছে। নিয়মরক্ষার শেষ ম্যাচে তাঁর বা দলের লক্ষ্য কী? 'আমরা শেষ ম্যাচে নিজেদের সেরা ক্রিকেটটা খেলে ম্যাচটা জিততে চাই। নির্দিষ্ট জিনিসপত্রগুলি মেনে ম্যাচ জিতে সিরিজটা ভালভাবে শেষ করতে চাই। বাংলাদেশ খুবই ভাল একটি দল। পরিসংখ্যানই ওদের হয়ে সবটা বলে দেয়। ওঁরা ঘরের মাঠে শুধু ইংল্যান্ডের বিরুদ্ধেই পরাজিত হয়েছিল। ভারতীয় উপমহাদেশে ওঁরা সবসময়ই ভাল শক্তিশালী একটি দল। বিশ্বকাপে ওঁরাও নিশ্চয়ই ভাল পারফর্ম করতে বদ্ধপরিকর হবে।' বলেন ওয়াশিংটন।


আরও পড়ুন: 'এ' দলের হয়ে অনবদ্য পারফরম্যান্সের সুবাদে ভারতীয় টেস্ট দলে ডাক পাচ্ছেন বাংলার ঈশ্বরণ?