চট্টগ্রাম: বাংলাদেশের বিরুদ্ধে ১৪ ডিসেম্বর থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ (IND vs BAN Test) খেলতে নামছে ভারতীয় দল (Team India)। সেই সিরিজের আগে চোট সমস্যায় জর্জরিত টিম ইন্ডিয়া। মহম্মদ শামি, রবীন্দ্র জাডেজাদের চোট সারেনি। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও (Rohit Sharma) চোটের কবলে। এমন পরিস্থিতিতে খবর অনুযায়ী ভারতীয় দলে ডাক পেতে চলেছেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran)। 


ছন্দে ঈশ্বরণ


ভারতীয় দল বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ হারলেও, ভারতের 'এ' দল কিন্তু বাংলাদেশ 'এ' দলকে দুই ম্য়াচের লাল বলের সিরিজে পরাজিত করেছে। সেই দলকে অভিমন্যু নেতৃত্ব তো দিয়েছেনই, পাশাপাশি ব্যাট হাতে নিজেও তিনি অনবদ্য ফর্মে ছিলেন। দুই ইনিংসে ব্য়াট করার সুযোগ পেয়ে ঈশ্বরণ দুইটি শতরান হাঁকান। প্রথম ম্যাচে তিনি ১৪১ রান করার পর, দ্বিতীয় ম্যাচে ১৫৭ রান করেন। তাঁর শতরানের ইনিংসে ভর করেই ভারতীয় 'এ' দল এক ইনিংস ও ১২৩ রানে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ জিতে নেয়। ম্যাচ সেরা হন ঈশ্বরণই। এই পারফরম্যান্সের সুবাদেই সম্ভত বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে জাতীয় দলে ফিরতে চলেছেন তিনি।


রোহিতের চোট


অবশ্য এই প্রথম নয়, এর আগেও জাতীয় দলে ডাক পেয়েছিলেন ঈশ্বরণ। তিনি ভারতের ইংল্যান্ড সফরে দলে ছিলেন। তবে তাঁর জাতীয় দলের জার্সি গায়ে এখনও পর্যন্ত অভিষেক ঘটানো হয়নি। অধিনায়ক তথা ওপেনার রোহিত শর্মা চোটের পর তড়িঘড়ি ভারতে ফিরে এক বিশেষজ্ঞের পরামর্শ নিয়েছেন। শোনা যাচ্ছে প্রথম টেস্টে রোহিত খেলতে পারবেন না। তবে ভারতীয় ম্যানেজমেন্ট মনে করছে দ্বিতীয় টেস্টের আগে রোহিত সুস্থ হয়ে উঠবেন। তাই রোহিতের অনুপস্থিতিতে ঈশ্বরণের সুযোগ পাওয়ার সম্ভাবনা আছেই। অবশ্য প্রথম টেস্টে রোহিত না খেললে রাহুল ও শুভমন গিলের ওপেন করার সম্ভাবনা বেশি।


প্রসঙ্গত, বাংলাদেশ বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্টে খেলার পূর্ব অভিজ্ঞতা রয়েছে ঈশ্বরণের। তিনি সিলেটে বর্তমানে 'এ' দলের হয়ে বেশ কিছুদিন ধরেই খেলছেনও। তাই ওপার বাংলার পরিবেশে তাঁর মানিয়ে নিতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। এবার কী তাহলে শেষমেশ জাতীয় দলের জার্সি গায়ে অভিষেক ঘটাবে বাংলা তারকার, তা সময়ই বলবে।


আরও পড়ুন: ২৪ বছরের রেকর্ড ভেঙে ব্যাট হাতে নতুন কীর্তি সুদীপ-অভিমন্যুর