চেন্নাই: আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ (IND vs BAN Test Series)। চেন্নাইয়ে প্রথম টেস্ট। আর সেই টেস্টেই নতুন রেকর্ডের হাতছানি রয়েছে অনেক ভারতীয় ক্রিকেটারেরই। সেই তালিকায় আছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। আর মাত্র ৮টি ছক্কা হাঁকাতে হবে তাঁকে। তবেই ব্রেন্ডন ম্য়াকালামের রেকর্ড ভেঙে দেবেন বাঁহাতি মুম্বই ওপেনার। 


প্রাক্তন কিউয়ি তারকা ও কিউয়ি অধিনায়ক ব্রেন্ডন ম্য়াকালাম এক ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর নজির গড়েছিলেন। তিনি ৩৩টি ছক্কা হাঁকিয়েছিলেন। যশস্বী জয়সওয়াল সেখানে চলতি বছর ক্যালেন্ডার বর্ষে মোট ২৬টি ছক্কা হাঁকিয়েছেন। ২০২৪ সালে টেস্টে এই ২৬টি ছক্কা হাঁকিয়েছেন আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলা বাঁহাতি ওপেনার। ২০২২ সালে বেন স্টোকস এই সমসংখ্যক ছক্কা হাঁকিয়েছিল। চলতি বছর ভারত আরও নয়টি টেস্টে খেলতে নামবে। অর্থাৎ জয়সওয়ালের সামনে সুযোগ থাকছে নিজের নামে আলাদা রেকর্ড গড়ার। 


এদিকে, চেন্নাইয়ে ভারতীয় দলের নেট প্র্যাক্টিসের সময় রোহিতকে দেখা গিয়েছে রিভার্স স্যুইপ মারতে। যে শট রোহিতের আস্তিনে থাকলেও তাঁকে আগে সেভাবে রিভার্স স্যুইপ মারতে দেখা যায়নি। উন্নতমানের স্পিন বোলিংয়ের সামনে বারবার হোঁচট খেতে হয়েছে। সেই রোগ সারাতেই যেন বাড়তি সচেষ্ট রোহিত। চেন্নাইয়ে নেট প্র্যাক্টিসের সময় সাবলীলভাবে রিভার্স স্যুইপ খেলতে দেখা গিয়েছে ভারত অধিনায়ককে। বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, শুভমন গিলরাও স্যুইপ শট খেলছেন দেদার। সব মিলিয়ে বাংলাদেশ স্পিনারদের মহড়া নেওয়ার জন্য ভারতীয় ব্যাটিং তৈরি বলেই মনে করা হচ্ছে।


দুই ম্যাচের টেস্ট সিরিজের পরই বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত। কেন সেই সিরিজে ভাবা হচ্ছে না শুভমনের নাম? ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, টানা খেলার ধকল থেকে বাঁচাতেই শুভমন সহ একাধিক ক্রিকেটারকে টি-২০ সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে।


ভবিষ্যতের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের লক্ষ্য হিসেবে শাকিবদের বিরুদ্ধে টি-২০ সিরিজে শুভমন গিল সহ টিম ইন্ডিয়ার বেশ কয়েকজনকে বিশ্রাম দেওয়া হবে বলে খবর। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের পরই টি-২০ সিরিজের দল থেকে শুভমন, মহম্মদ সিরাজ, যশপ্রীত বুমরাদের বিশ্রাম দেওয়া হতে পারে। বাংলাদেশ সিরিজের পরই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ রয়েছে ভারতের। সেই সিরিজের জন্য শুভমন, বুমরাদের তরতাজা রাখার জন্যই বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে তাঁদের বিশ্রাম দেওয়ার কথা ভাবা হচ্ছে।