ঢাকা: প্রথম ম্যাচে ব্যাটিং ব্য়র্থতা ভুগিয়েছে। এমনকী বোলাররাও বাংলাদেশের শেষ উইকেট ফেলতে পারেনি। যার খেসারত দিতে হয়েছে গোটা ভারতীয় দলকে। প্রথম ওয়ান ডে ম্যাচে ১ উইকেট জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ। সিরিজেও তারা ১-০ ব্যবধানে এগিয়ে। রোহিতদের কাছে তাই আগামীকালের ম্যাচ হয়ে গিয়েছে ডু অর ডাই। তার আগে দেখে নেওয়া যাক কাল কখন, কোথায় ম্যাচ হতে চলেছে -
ওয়ান ডে সিরিজে ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ কবে?
আগামীকাল, ৭ ডিসেম্বর, বুধবার ভারত বনাম বাংলাদেশ ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি আয়োজিত হবে।
কোথায় হবে খেলা?
দ্বিতীয় ওয়ান ডে ম্যাচটি ঢাকার শের ই বাংলা স্টেডিয়ামে আয়োজিত হবে।
কখন শুরু ভারত বনাম নিউজিল্য়ান্ড ম্যাচটি?
ভারতীয় সময় অনুসারে সকাল ১১.৩০-এ শুরু হবে ম্যাচ। তার ৩০ মিনিট আগে।
কোথায় দেখা যাবে ভারত বনাম নিউজিল্যান্ড এই ম্যাচটি?
সোনি স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে এই খেলা।
অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?
অনলাইনে সোনি লিভ ও জিও টিভিতে দেখা যাবে লাইভ ম্যাচ।
রঞ্জিতে মহিলা আম্পায়ার
ঘরোয়া ক্রিকেটে নতুন পদক্ষেপ বিসিসিআই। আগামী মরসুম থেকে রঞ্জি ট্রফির মত টুর্নামেন্টে মহিলা আম্পায়ার দেখা যাবে। ছেলেদের সঙ্গে মেয়েদের ক্রিকেটের উন্নতিতেও বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বোর্ড। আগামী বছর থেকে শুরু হতে চলেছে মেয়েদের আইপিএলও। এছাড়াও হরমনপ্রীতরাও বার্ষিক চুক্তির আওতায় এসেছেন। এবার রঞ্জির মত ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে ঐতিহ্যশালী টুর্নামেন্টে মহিলা আম্পায়ারদের দেখা যাবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা জানিয়েছেন, ''ভারতীয় ক্রিকেট বোর্ড যুগান্তকারী এই সিদ্ধান্ত নিতে চলেছে। আগামী রঞ্জি থেকেই মাঠে মহিলা আম্পায়ারও দেখা যাবে। তাঁরা ম্যাচ পরিচালনা করবেন।'' যে তিন মহিলা আম্পায়ারকে দেখা যাবে আসন্ন রঞ্জিতে, তাঁরা হলেন জননী নায়ায়ণন, গায়ত্রী ভেনুগোপালন ও ভৃন্দা রাঠি।
চেন্নাইয়ের একজন সফটওয়্যার ইঞ্জিয়ার জননী। কিন্তু তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে যখন আম্পায়ার পদের জন্য আবেদন জানানোর জন্য বলা হয়েছিল, সেই সময়ই তিনি আবেদন জানিয়েছিলেন। গায়ত্রী ভেনুগোপালন নিজে একজন ক্রিকেটার ছিলেন। কিন্তু কাঁধের চোটের জন্য পরবর্তীতে ক্রিকেট খেলা ছাড়লেও আম্পায়ার হিসেবে এখনও মাঠের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। অন্যদিকে ভৃন্দা রাঠি মুম্বইয়ের বিভিন্ন মাঠের স্কোরার হিসেবে কাজ করেছেন। কিউয়ি আম্পায়ার কেথি ক্রসের সঙ্গে সাক্ষাতের পরই জীবন আরও বদলে যায়। ২২ গজেও এবার দেখা যাবে ভৃন্দাকে।