মুম্বই: আগামী বছরই দক্ষিণ আফ্রিকার মাটিতে বসতে চলেছে অনূর্ধ্ব ১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের (Under 19 Womens T20 World Cup) প্রথম আসর। আর সেই টুর্নামেন্টেই ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শেফালি ভার্মা। ১৮ বছরের এই মহিলা ক্রিকেটার জাতীয় দলের জার্সিতে এরমধ্যেই ৬৯টি ম্যাচ খেলে ফেলেছেন। এবার যুব দলের নেতৃত্ব দিতে দেখা যাবে তাঁকে। ভারতের স্কোয়াডে জায়গা করে নিয়েছে বাংলার উইকেট কিপার ব্য়াটার রিচা ঘোষও।


নিউজিল্যান্ডের মাটিতে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে যুব ভারতীয় দল। সেই দলের নেতৃত্ব দিচ্ছেন শ্বেতা শেরাওয়াত। কিন্তু যুব বিশ্বকাপের জন্য শ্বেতা সেহরাওয়াতকে ভাইস ক্যাপ্টেন নির্বাচিত করা হয়েছে।


১৯ বছরের রিচা দেশের জার্সিতে এখনও পর্যন্ত ২৫টি টি-টোয়েন্টি ও ১৭টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন। অন্যদিকে দেশের জার্সিতে ২০১৯ সালে অভিষেকের পর থেকে ৪৬টি টি-টোয়েন্টি, ২১টি ওয়ান ডে ও ২টো টেস্ট খেলেছেন।


অনূর্ধ্ব ১৯ ভারতীয় মহিলা দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫টি টি-টোয়েন্টি খেলবে। আগামী ২৭ ডিসেম্বর থেকে শুরু সেই সিরিজ। চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। এরপরই বিশ্বকাপের মঞ্চে খেলতে নামবে শেফালি বাহিনী। প্রোটিয়াদের বিরুদ্ধেই আগামী ১৪ জানুয়ারি বিশ্বকাপের প্রথম ম্যাচ ভারতের। 


গ্রুপ ডি-তে রয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেই গ্রুপে আরও রয়েছে দক্ষিণ আফ্রিকা, আমিরশাহি ও স্কটল্যান্ড। মোট ১৬টি দল অংশ নেবে টুর্নামেন্টে। ২৭ জানুয়ারি বিশ্বকাপের সেমিফাইনাল ও ২৯ জানুয়ারি ফাইনাল।

 

চাপ সামলাতে ব্য়র্থ রোহিত

পরাজয়ের পর দলের চাপ সামলানোর ক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন রোহিত। 'পিচটা একটু কঠিন ছিল বটে। তবে পিচের সঙ্গে তো মানিয়ে নিতেই হবে। এখানে কোনও অজুহাত দেওয়া চলে না, কারণ আমরা এমন স্পিন সহায়ক পিচে খেলেই বড় হয়েছি। স্পিনারদের বিরুদ্ধে আমাদের আরও ভাল ব্যাটিং করতে হবে। পুরো বিষয়টাই কে কতটা চাপ সামলাতে পারে তার ওপর নির্ভরশীল। চাপ সামলাতে পারলেই আত্মবিশ্বাস বাড়ে। চাপ সামলিয়ে ভাল পারফর্ম করাটাই তো সবথেকে জরুরি। আশা করছি পরের ম্যাচে এই বিষয়টা শুধরাতে পারব।' বলেন রোহিত।

 

ভারতীয় ব্যাটিংয়ের ব্যর্থতার দিনেও, ভারতীয় বোলারদের অনবদ্য বোলিংয়ের সুবাদে শেষ পর্যন্ত লড়াই করল টিম ইন্ডিয়া। তবে শেষমেশ মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশই এক উইকেটে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ওয়ান ডে জিতে নিল। ভারতের হয়ে বল হাতে মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দররা অনবদ্য বোলিং করেন। জাতীয় দলের হয়ে নিজের অভিষেক ম্যাচেই তিন উইকেট নিয়ে সবাইকে নিজের দক্ষতার প্রমাণ দিলেন কুলদীপ সেন।