কলকাতা: গত বছর ঝুলিতে এসেছিল বিশ্বচ্যাম্পিয়নশিপ। সেই টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারত ইডেনে দুরন্তভাবে নিজেদের নতুন বছর শুরু করেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ৪৩ বল বাকি থাকতে সাত উইকেটে ম্যাচ জিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে (IND vs ENG 1st T20I) এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। তবে দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এই ম্যাচশেষেই দাবি করেন, তাঁর দল বিশ্বচ্যাম্পিয়ন দলের থেকে ভিন্নভাবে খেলতে আগ্রহী।


ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয়ের ভিত গড়েন ভারতীয় বোলাররা। বরুণ চক্রবর্তীর ভেল্কি এবং অর্শদীপ সিংহের স্যুইংয়ে জস বাটলার বাদে সিংহভাগ ইংল্যান্ড ব্যাটাররাই নাকানি চোবানি খায়। শুরুতে অর্শদীপ ওপেনারদের ফেরান, আর মিডল ওভারে পার্টনারশিপ ভাঙার দায়িত্বটা সামলান বরুণ। ইংল্যান্ড মাত্র ১৩২ রানেই অল আউট হয়ে যায়। জবাবে অভিষেক শর্মার ৭৯ রানের ইনিংসে ভর করে ভারতীয় দল মাত্র ১২.৫ ওভারেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায়। 


ম্যাচশেষে সূর্যকুমার বলেন, 'আমরা তো দক্ষিণ আফ্রিকাতেও এমনভাবেই খেলেছি। হার্দিকের ওপর নতুন বলে বোলিং করার দায়িত্ব ছিল, ফলে আমরা বাড়তি একজন স্পিনার খেলাতে পারছিলাম। বরুণ দারুণভাবে নিজেকে প্রস্তুত করেছে এবং অর্শদীপ বাড়তি দায়িত্ব নিচ্ছে। আমাদের প্রচুর স্বাধীনতা দেওয়া হয়েছে। সেই জন্যই আমরা ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ভিন্নভাবে নিজেদের ক্রিকেটটা খেলতে চাই।'


ইংল্যান্ডের হয়ে এদিন ব্যাট হাতে একমাত্র লড়াই করেন জস বাটলার। ৪৪ বলে ৬৮ রান করলেন ইংরেজ অধিনায়ক। তিনি ছাড়া দুই অঙ্কের রান পেয়েছেন আর মোটে দু'জন। হ্যারি ব্রুক ১৭ ও জোফ্রা আর্চার ১২। বরুণ ৪ ওভারে ২৩ রানে নিলেন ৩ উইকেট। অক্ষর ৪ ওভারে ২২ রানে ২ উইকেট। বিষ্ণোই উইকেট না পেলেও ৪ ওভারে খরচ করলেন মাত্র ২২ রান। সব মিলিয়ে স্পিনারদের ১২ ওভারে উঠল ৬৭ রান। পড়ল ৫ উইকেট। সেখানেই ইংল্যান্ডের দফারফা।


রান তাড়া করতে নেমে শুরু থেকেই অভিষেকের ব্যাটে ঝড়। ইংরেজ পেসার জোফ্রা আর্চার অন্য প্রান্ত থেকে দ্রুত ২ উইকেট তুলে নিয়ে ইংল্যান্ড শিবিরে আশার সঞ্চার করেছিলেন। কিন্তু সেই আশায় জল ঢাললেন অভিষেক। দু'বার তাঁর ক্যাচ পড়েছে। একবার ২৯ রানে থাকার সময় নিজের বলেই অভিষেকের ফিরতি ক্যাচ ফেললেন আদিল রশিদ। ক্যাচ না বলে অবশ্য হাফচান্স বলাই ভাল। আর একবার ক্যাচ পড়ল ব্যক্তিগত ৭১ রানে।


সুযোগের সদ্বব্যবহার করতে ছাড়েননি অভিষেক। জেমি ওভার্টনকে ছক্কা মেরে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন। মাত্র ২০ বলে। শেষ পর্যন্ত আদিলের বল গ্যালারিতে ওড়াতে গিয়ে যখন ফিরলেন, ভারতের জয়ের জন্য প্রয়োজন মাত্র ৮ রান। তিলক বর্মা ও হার্দিক পাণ্ড্য অনায়াসে যা তুলে দিলেন।


আরও পড়ুন: ভারতীয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফি জার্সিতে থাকবে না পাকিস্তানের নাম? অনড় বিসিসিআই! শুরু বিতর্ক