কলকাতা: ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ২০২৫ সালে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামছে ভারতীয় দল। পরপর দুই লাল বলের সিরিজ়ে হতাশাজনক ফলাফলের পর বলের রং বদলের সঙ্গে ভাগ্য বদলেরও আশায় টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG 1st T20I) পাঁচ ম্যাচের সিরিজ়ে শুরুটা ভালভাবে করা অত্যন্ত জরুরি। অতীত ইতিহাস কী বলছে? ইডেনে ভারতীয় দলের রেকর্ড কেমন?
ক্রিকেটের 'নন্দন কানন'-এ ভারতীয় দলের টি-টোয়েন্টি রেকর্ড কিন্তু বেশ ঈর্ষণীয়। টিম ইন্ডিয়া ইডেন গার্ডেন্সে মোট সাতটি বিশ ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। এর মধ্যে ছয়টিতেই জয় পেয়েছে ভারত। পরাজিত হয়েছে মাত্র একটিতে। তবে সেই পরাজয় এসেছিল ২০১১ সালে মহেন্দ্র সিংহ ধোনির অধিনায়ক থাকাকালীন সময়ে। তারপর থেকে নাগাড়ে ছয় ম্যাচে জয়। ইডেনে দুরন্ত দৌড়ে রয়েছে টিম ইন্ডিয়া। এমনকী দুই দলের টি-টোয়েন্টি ক্রিকেটে রেকর্ডও কিন্তু ভারতের পক্ষেই।
ভারত ও ইংল্যান্ড বিশ ওভারের ফর্ম্যাটে মোট ২৪ বার একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হয়েছে। হেড-টু-হেডে খানিকটা হলেও এগিয়ে ভারতীয় দল। ১৩টি ম্যাচ জিতেছে ভারতীয় দল। দুই দলের মধ্যে খেলা শেষ চারটি সিরিজ় শেষেও কিন্তু জয়ের হাসিটা ভারতীয় দলই হেসেছে। অর্থাৎ ইতিহাস যে ভারতীয় দলের পক্ষেই, তা বলাই বাহুল্য।
ইডেনে অভিনব ঘটনা
সন্ধে সাড়ে সাতটা। ভারতীয় দলের অনুশীলন শেষ হয়ে গিয়েছে। তারপরেই তড়িঘড়ি মাঠকর্মীরা মাঠ ঢেকে ফেললেন। সাধারণত আইপিএল চলাকালীন ঝড়-বৃষ্টির সময়ে এই ছবিটা দেখা যায়। অনেক সময় আন্তর্জাতিক ম্যাচের আগেও এই ছবি দেখা যায়। যখন বৃষ্টির পূর্বাভাস থাকে। কিউরেটর কোনও ঝুঁকি না নিয়ে মাঠ ঢেকে রাখেন।
কিন্তু তাই বলে শেষ জানুয়ারিতে গোটা ইডেন ঢেকে দেওয়া হচ্ছে প্লাস্টিকের চাদরে? তাও বৃষ্টি বা কোনও প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস না থাকা সত্ত্বেও? বাংলার ক্রিকেটপ্রেমীরা এই দৃশ্য কোনও দিন দেখেছেন কি না, মনে করতে পারছেন না। কেন এই অভিনব কাণ্ডকারখানা? খোলসা করলেন ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায়। যিনি বোর্ডের পিট কমিটির সদস্যও। এবিপি আনন্দকে সুজন বললেন, 'প্রচণ্ড শিশির পড়ছে। মাঠ ভিজে যাচ্ছে। সেই কারণেই সতর্কতা হিসাবে এই পরিকল্পনা। তবে ওয়ান ডে বিশ্বকাপের সময়ও এটা করেছি।'
আরও পড়ুন: বছরের শুরুতে ইডেনে ম্যাচ, অনুশীলনে নেমে এক দশক আগের স্মৃতিতে ডুব দিলেন সূর্যকুমার