কটক: অবশেষে প্রতীক্ষার অবসান ঘটল। কটকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে (IND vs ENG 2nd ODI) ম্যাচে একেবারে স্বমহিমায় দেখা গেল রোহিত শর্মাকে (Rohit Sharma)। তিনি ফিরলেন একেবারে রাজার মতো। অগাস্ট থেকে কোনও ফর্ম্যাটে কোনও অর্ধশতরান অবধি হাঁকাতে পারেননি রোহিত। তবে কটকে তিনি শুধু ফর্মেই ফিরলেন না, একেবারে শতরান হাঁকিয়ে ফেললেন 'হিটম্যান'। নয়টি চার ও সাতটি ছক্কার সাহায্যে সেঞ্চুরি পূরণ করলেন ভারতীয় অধিনায়ক।
সাম্প্রতিক সময়ে রোহিতের ফর্ম নিয়ে এবং ভারতীয় একাদশে তাঁর জায়গা নিয়েও বিভিন্ন মহল থেকে বেশ সমালোচনা শোনা যাচ্ছিল। এদিন ব্যাট হাতেই সেইসব সমালোচনার জবাব দিলেন রোহিত। ভারতীয় ব্যাটিং ইনিংসের একেবারে শুরু থেকেই অনবদ্য ফর্মে দেখা যায় রোহিতকে। মাত্র ৩০ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন রোহিত। এরপরেই স্টেডিয়ামের একটি বাতিস্তম্ভ নিভে যাওয়ায় প্রায় ৩০ মিনিট মতো খেলা বন্ধ ছিল। এমন পরিস্থিতিতে সচরাচর সেট ব্যাটারদের ছন্দ ব্যাহত হয়। তবে রোহিতের ক্ষেত্রে এদিন তেমন কোনও সমস্যাই হয়নি।
রোহিত এদিন সেঞ্চুরি করুন এবং স্বমহিমায় তা ছক্কা হাঁকিয়েই সম্পূর্ণ হোক, অনেক রোহিত-অনুরাগী এমনটাই আশা করছিলেন। হলও তাই। সমর্থকদের হতাশ করলেন না ভারতীয় অধিনায়ক। আদিল রশিদের বলে স্টেপ আউট করে লং অনের ওপর দিয়ে ছয় মেরে শতরান পূরণ করেন তিনি। এদিন কিন্তু ছক্কার নিরিখেও খরা কাটল রোহিতের। ৪ মাস ও ১০ ইনিংস পর আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কা হাঁকালেন রোহিত। একই সঙ্গে ওয়ান ডে ফর্ম্যাটে ছক্কা হাঁকানোর নিরিখে টেক্কা দিয়ে দিলেন ক্রিস গেলকে।
আন্তর্জাতিক ওয়ান ডে ম্য়াচে ক্রিস গেল মোট ৩৩১টি ছক্কা হাঁকিয়েছিলেন। এই ম্যাচে নামার আগে তাঁর সঙ্গে সমসংখ্যক ছক্কা হাঁকিয়েছিলেন রোহিত শর্মা। কিন্তু এদিন প্রথম ছক্কাটি হাঁকানোর পরই গেলকে টেক্কা দিয়ে দেন হিটম্যান। বিশ্ব ক্রিকেটে ওয়ান ডে ফর্ম্যাটে সর্বাধিক ছক্কা হাঁকানোর তালিকায় রোহিত দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। তালিকায় সবার আগে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি। তাঁর ঝুলিতে রয়েছে ৩৫১টি ছক্কা। সেঞ্চুরি এল, ছক্কার খরাও কাটল। এবার দেখার ভারতীয় অধিনায়ক ইনিংসের শেষ অবধি টিকে থেকে দলকে ম্য়াচ জিতিয়ে মাঠ ছাড়েন কি না।
আরও পড়ুন: স্বপ্নপূরণ, কটকে তরুণ বলবয়দের সঙ্গে হাত মেলালেন বিরাট কোহলি, ভাইরাল হল ভিডিও