কটক: বাদ সেধেছে প্রেমিকার পরিবার। মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছে অন্যত্র। ধনী বিত্তবান পাত্রের কাছে হার মানছে হৃদয়ের টান। ভারাক্রান্ত হৃদয়ে প্রেমিক গাইছেন, 'ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ, ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ।'
ওড়িয়া ভাষায় এই গান এখন ভাইরাল। গানটি প্রায় দুই দশক পুরনো। তবে নতুন করে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলেছে। বিভিন্ন ক্ষেত্রের তারকারাও এই গানে রিল বানাচ্ছেন।
ভাইরাল সেই গান এবার ভারত বনাম ইংল্যান্ড (India vs England) দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেও। কটকের বরাবাটি স্টেডিয়ামে রবিবার মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ১-০ এগিয়ে রয়েছে ভারত। রবিবারের ম্যাচ জিতলেই সিরিজ ভারতের।
মহাগুরুত্বপূর্ণ সেই ম্যাচ দেখতে কানায় কানায় উপচে পড়ল বরাবাটি স্টেডিয়াম। প্রখর দাবদাহকে উপেক্ষা করেই মাঠ ভরাল জনতা। আর সেই ম্যাচের ফাঁকে দর্শক বিনোদনের জন্য স্টেডিয়ামের মিউজিক সিস্টেমে বেজে উঠল ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ।
আরও পড়ুন: বয়সকে তুড়ি মেরে উড়িয়ে ম্যাচ জিতিয়ে চলেছেন, কলকাতা ময়দানে হইচই পুলককে নিয়ে
৪৩তম ওভারের তৃতীয় বলে রবীন্দ্র জাডেজার বলে আউট হন জো রুট। ক্যাচ ধরেন বিরাট কোহলি। তারপরই মাঠে বেজে ওঠে, ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ। যে গান শুনে হেসে ফেলেন বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেটারেরাও সেই আবহ বেশ উপভোগ করছিলেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচে ভারতের একাদশে (Indian Cricket Team) ফিরেছেন বিরাট কোহলি (Virat Kohli)। হাঁটুর চোটের জন্য নাগপুরে প্রথম ম্য়াচ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি । কিন্তু তাঁর চোট যে খুব একটা গুরুতর নয়, তা আগেভাগেই জানিয়েছিলেন দলের সহ-অধিনায়ক শুভমন গিল। প্রথম ম্যাচের পর গিল বলেছিলেন, 'চিন্তার কোনও কারণ নেই, তেমন গুরুতর কিছু হয়নি। প্রথম ম্য়াচের আগে অনুশীলনের সময় তো বিরাট ভাই ঠিকই ছিল। ম্যাচের দিন সকালে উঠে হাঁটুতে হাল্কা ফোলাভাব দেখা যায়। নিশ্চিতভাবেই দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ওকে খেলতে দেখা যাবে ।'
রবিবার সেই মতোই বিরাট ফিরলেন প্রথম একাদশে । তিনি ফেরায় রিজার্ভ বেঞ্চে বসতে হল যশস্বী জয়সওয়ালকে। নাগপুরে যাঁর ওয়ান ডে ক্রিকেটে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছিল ।
আরও পড়ুন: ভারতকে হারাও, চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে ক্রিকেটারদের বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী