ম্যাঞ্চেস্টার: ওল্ড ট্রাফোর্ডে ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ টেস্ট ম্যাচের (IND vs ENG 4th Test) একেবারে শেষবেলায় বেন স্টোকসসহ ইংল্যান্ড দলের তারকাদের সঙ্গে ব্যাটিংরত রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দরের সংঘাতে ম্যাচের ঝাঁঝ বাড়ে। সেই বিতর্কের মাঝেই মাঠের গ্যালারিতেও এক বিতর্ক দানা বাঁধে। ঘটনার কেন্দ্রে এক পাকিস্তানি সমর্থক ও তাঁর জার্সি।
ম্যাঞ্চেস্টারে ভারত-ইংল্যান্ড ম্যাচে এক দর্শক স্ট্যান্ডে পাকিস্তানের জার্সি পরে হাজির হন। তাঁকে সঙ্গে সঙ্গেই মাঠের নিরাপত্তারক্ষী তাঁর জার্সি ঢেকে ফেলতে বলেন। তবে নাছোড় সেই সমর্থক সাফ জানান তিনি তেমনটা করবেন না। ভাইরাল এক ভিডিওতে তাঁকে নিরাপত্তারক্ষীকে বলতে শোনা যায়, 'কোনও ভারতীয় সমর্থকের তো কোনও সমস্যা হচ্ছে না। তাহলে আপনার সমস্যা কোথায়?'
এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হচ্ছে। ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ে এক ল্যাঙ্কাশায়ার কাউন্টি ক্লাব কর্তৃপক্ষ জানান, 'এই ঘটনার বিষয়ে আমরা অবগত। কোন পরিপ্রেক্ষিতে, কেন এমনটা হল সেটা সম্পূর্ণভাবে বোঝার জন্য যা যা করণীয়, সেই সমস্ত পদক্ষেপ আমরা নিচ্ছি।'
প্রসঙ্গত, manchestereveningnews.co.uk অনুযায়ী এজবাস্টনে যেমন দর্শকদের জন্য় নির্দেশিকা স্পষ্ট লেখা ছিল ভারত বা ইংল্যান্ডের সঙ্গে সম্পর্কিত নয়, এমন কোনও জিনিস নিয়ে আসলে, তা সরিয়ে ফেলা হবে। সেই নির্দেশিকা বলা হয়েছিল, 'কেবলমাত্র ভারত ও ইংল্যান্ড ক্রিকেট দলের সঙ্গে সম্পর্কিত পতাকা, পোশাক ও ব্যানারই মাঠে নিয়ে আসা যাবে। এর বাইরে যদি কিছু নিয়ে কেউ আসেন, তাহলে তা হয় সরিয়ে ফেলা হবে নয়তো তাঁকে সেটা নিয়ে মাঠে প্রবেশ করতে দেওয়া হবে না।'
অর্থাৎ এজবাস্টনে কেউ পাকিস্তানের জার্সি পরে বা পতাকা নিয়ে আসলে তা সরিয়ে ফেলার স্পষ্ট নির্দেশিকা ছিল। তবে ওল্ড ট্রাফোর্ডে ল্যাঙ্কাশায়ার ক্লাবের তরফে দর্শকদের জন্য় ঠিক কী নির্দেশিকা ছিল, তা জানা যায়নি। তবে এই ঘটনাটি নিয়ে যে তদন্ত চলছে, তা জানিয়ে দেওয়া হয়েছে।