ম্যাঞ্চেস্টার: ওল্ড ট্রাফোর্ডে ইতিমধ্যেই চতুর্থ টেস্টে নেমে পড়েছে ভারত ও ইংল্যান্ড (IND vs ENG 4th Test)। গত ম্যাচে তাঁর আঙুলে চোটের জন্য ঋষভ পন্থ (Rishabh Pant) সিংহভাগ সময়ই কিপিং করতে পারেননি। এই ম্যাচেও তাঁর খেলা নিয়ে সংশয় ছিল। কিন্তু সেইসব জল্পনা কাটিয়ে ভারতীয় অধিনায়ক শুভমন গিল জানিয়ে দিয়েছিলেন ঋষভ পন্থ ফিট এবং তিনি ম্যাচ খেলবেন। সেইমতোই তিনি ম্যাঞ্চেস্টারে ভারতীয় একাদশে রয়েছেন। এই ম্যাচেই আবার বিরাট ইতিহাস গড়ার সুযোগ ভারতের তারকা কিপার-ব্যাটারের সামনে।
পন্থ যদি এই ম্যাচে আর ১০১ রান করেন, তাহলেই তিনি ইতিহাস গড়ে ফেলবেন। পন্থ আর ১০১ রান করলেই বুধিসাগর কুন্দেরণকে পিছনে ফেলে কোনও দ্বিপাক্ষিক সিরিজ়ে সর্বাধিক রান করা ভারতীয় কিপার-ব্যাটার হয়ে যাবেন। এখনও চার চারটে ইনিংস বাকি আর পন্থ যে ফর্মে রয়েছেন, তাতে কিন্তু তাঁর পক্ষে এই কৃতিত্ব গড়া একেবারেই অসম্ভব কিছু নয়।
চলতি সিরিজ়ে ভারতের হয়ে পন্থই দ্বিতীয় সর্বাধিক রান করেছেন। ছয় ইনিংসে ৭০.৮৩ গড়ে ৪২৫ রান করে ফলেছেন পন্থ। দুইটি শতরান ও দুইটি অর্ধশতরানও হাঁকিয়েছেন তিনি। সর্বোচ্চ ১৩৪ রান। এহেন ফর্মে থাকা পন্থের পক্ষে সিরিজ়ের বাকি চার ইনিংসে ১০১ রান খুব একটা বড় বিষয় নয়। তবে ভারতীয় সমর্থকরা চাইবেন ম্যাঞ্চেস্টারে প্রথম ইনিংসেই যেন পন্থ এই কৃতিত্ব গড়ে ফেলেন।
প্রসঙ্গত, চতুর্থ টেস্টে ম্যাঞ্চেস্টারে প্রত্যাশামতোই ভারতীয় দলের হয়ে অভিষেক ঘটাচ্ছেন অংশুল কম্বোজ। গিল গতকালই তাঁর অভিষেকের পূর্বাভাস দিয়েছিলেন। তিনি বলেছিলেন, 'আমরা যথেষ্ট পরিমাণে অংশুলের খেলা দেখেছে। ওর যে দক্ষতাটা রয়েছে, আমরা ঠিক সেটাই চাইছি। আমরা বিশ্বাস করি ও আমাদের ম্যাচ জেতাতে পারে। একাদশে খেলা যে কেউ আমাদের ম্যাচ উইনার হয়ে উঠতে পারে বলে আমার বিশ্বাস। অংশুল কম্বোজ কিন্তু নিজের অভিষেক ঘটানোর খুব কাছে। আমরা কাল সকালে ভেবেচিন্তে অংশুল ও প্রসিদ্ধের মধ্যে কাকে খেলানো হবে, সেই সিদ্ধান্ত নেওয়া হবে।'
সেইমতোই তিনি ভারতীয় দলের হয়ে অভিষেক ঘটাচ্ছেন। কম্বোজ সম্প্রতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। কম্বোজ দিনকয়েক আগেই ভারতীয় 'এ' দলের সঙ্গে ইংল্যান্ডে সফর করেছিলেন। সেখানে দুই ম্য়াচে তিনি পাঁচ উইকেট নিয়েছিলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি ২৪টি ম্যাচে ৭৯টি উইকেট নিয়েছেন। এবার আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিষেক ঘটছে।