ম্যাঞ্চেস্টার: টেস্ট ক্রিকেট আর ঋষভ পন্থ (Rishabh Pant) যেন একেবারে 'বক্স অফিস' যুগলবন্দি। হ্যাঁ, ঋষভকে সম্ভবত 'বক্স অফিস' বিশেষণই সবথেকে ভাল ব্যক্ত করে। ভারতের তারকা কিপার-ব্যাটার মাঠে থাকা মানেই চার, ছক্কা, আগ্রাসী ব্যাটিং, নির্ধারিত কোচিং বুকের বাইরের কিছু, যা সকলের নজর কেড়ে নেয়। পন্থ মানে আবার নির্ভীক সাহসিকতাও। ম্যাঞ্চেস্টারে (IND vs ENG 4th Test) বৃহস্পতিবার তিনি যা করলেন, তাতে এটা বলাই হয়তো একেবারে সঠিক।
আগের দিন পন্থ রিভার্স স্যুইপ মারতে গিয়ে ব্যাটে বলে সঠিক সংযোগ ঘটাতে না পারায় বল তাঁর পায়ে গিয়ে পড়ে। সঙ্গে সঙ্গেই পন্থের পা ফুলে ঢোল হয়ে যায়। তবে বুধবার তিনি অ্যাম্বুলেন্সে করে মাঠ ছাড়লেও, ম্যাচের দ্বিতীয় দিন তিনি ব্যাটিংয়ে নামেন। কার্যত খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনওক্রমে ওল্ড ট্রাফোর্ডের সিঁড়ি দিয়ে ব্যাট হাতে নামেন পন্থ। আগের দিনের ৩৭ রানের ইনিংসের সঙ্গে আরও ১৭ রান যোগ করেন তিনি। এই ১৭ রানটা হয়তো খুব বেশি নয়, তবে এমন পরিস্থিতিতে কার্যত এক পায়ে তাঁর ইনিংসটাই সাহসিকতার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে।
এরই মাঝে পন্থ ভারতের হয়ে সর্বকালীন ইতিহাসও গড়ে ফেললেন। ঘটনাটি ঘটে জোফ্রা আর্চারের ১১১তম ওভারে। আগের ওভারেই বেন স্টোকস জোড়া সাফল্য পেয়ে ভারতকে একেবারে অল আউটের দোরগোড়ায় পৌঁছে দেন। ক্রিজে তখন উপস্থিত যশপ্রীত বুমরা, বাকি কেবল মহম্মদ সিরাজ। সেই পরিস্থিতি বুঝেই ব্যাট চালালেন পন্থ। জোফ্রা আর্চারের বিরুদ্ধে পুল শটে বল একেবারে বাউন্ডারি পার পৌঁছলেন। এই ছক্কার সুবাদেই রচিত হল এক সর্বকালীন ইতিহাস।
পন্থের টেস্ট কেরিয়ারের এটি ৯০তম ছক্কা। ভারতীয় হিসাবে এটাই কোনও ব্যাটারের টেস্টে সর্বাধিক ছক্কার রেকর্ড। বীরেন্দ্র সহবাগের কৃতিত্বে ভাগ বসালেন পন্থ। তবে লক্ষ্যণীয় বিষয় হল সহবাগ ১০৪টি টেস্ট ম্যাচ খেলে ৯০টি ছক্কা হাঁকিয়েছিলেন। পন্থ কিন্তু এই মাইলফলকে পৌঁছতে সহবাগের অর্ধেক টেস্টও খেলেননি। তিনি মাত্র ৪৬ টেস্টে এই মাইলফলকে পৌঁছে গেলেন। প্রায় এক পায়ে দাঁড়িয়েই পন্থ অর্ধশতরানও পূরণ করেন। তবে তিনি তারপর আর বেশিদূর এগোতে পারলেন না। জোফ্রা আর্চারের বলে বোল্ড হন ঋষভ।