লন্ডন: গোটা সিরিজ় জুড়েই চলেছে নাটকীয় না না কামব্যাক, লড়াই, পাল্টা লড়াই। আর সিরিজ়ের শেষ ম্যাচে এমনটা হবে না, তাও কী সম্ভব। যথারীতি ওভালেও (IND vs ENG 5th Test) চতুর্থ দিনে একই ঘটনা দেখা গেল। এক সময় যেখানে ইংল্যান্ড তড়তড়িয়ে জয়ের দিকে এগোচ্ছিল। তবে শেষ সেশনে জোড়া উইকেটে ম্যাচ জমিয়ে দেন প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna)। যখন মনে হচ্ছিল নিশ্চিতভাবে আজই ম্যাচের ফয়সালা হয়ে যাবেন, তখনই খারাপ আলো এবং বৃষ্টির জেরে থামে খেলা। আবারও ভারত বনাম ইংল্যান্ডের আরও একটি ম্যাচের ফলাফল নির্ধারিত হবে ম্যাচের পঞ্চম দিন। 

চতুর্থ দিনের খেলা শেষে ইংল্যান্ডের স্কোর ছয় উইকেটের বিনিময়ে ৩৩৯ রান। ইংল্যান্ডের জয়ের জন্য আর মাত্র ৩৫ রান বাকি, ভারতের চাই চার উইকেট। এমন পরিস্থিতিতেই খারাপ আলোর জন্য খেলা থামাতে বাধ্য হন আম্পায়াররা। এরপরেই ঝেপে বৃষ্টি নামে। শেষমেশ দিনের খেলা বাতিলই ঘোষণা করতে হয়। তাই একসময় চতুর্থ দিনেই নিশ্চিতভাবে খেলার ফল জানা যাবে মনে হলেও, ম্যাচ গড়াল পঞ্চম দিনে।

দিনের শুরুতে ইংল্যান্ডের স্কোর ছিল এক উইকেটের বিনিময়ে ৫০ রান। গতকালের অপরাজিত ব্যাটার বেন ডাকেট দিনের শুরুতে অর্ধশতরান পূরণ করলেও তার বেশিদূরে এগোতে পারেননি। প্রসিদ্ধ কৃষ্ণের বলে তিনি আউট হন। অলি পোপকে অনেকটা প্রথম ইনিংসের মতোই ইনস্যুইংয়ে কাবু করেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ২৭ রানে ফেরেন তিনি। ভারতীয় দলের হয়ে প্রথম সেশনটা আরও মিষ্টি মধুর হয়ে উঠতেই পারত সিরাজ যদি হ্যারি ব্রুকের (Harry Brook) ক্যাচটা ঠিকঠাকভাবে ধরতেন। 

কৃষ্ণের বলে পুল মারতে গিয়ে সঠিকভাবে ব্যাটে, বলে সংযোগ ঘটাতে পারেননি ব্রুক। সিরাজ ফাইনাল লেগে ক্যাচ ধরলেও তাঁর পা বাউন্ডারি লাইনে স্পর্শ করায় আউট, নয় ব্রুকের খাতা ছয় যোগ হয়। সেই সময় ব্রুক ১৯ রানে ব্যাট করছিলেন। এর বড় খেসারত দিতে হয় ভারতীয় দলকে। জো রুট (Joe Root) এবং হ্যারি ব্রুক ১৯৫ রানের পার্টনারশিপ গড়েন। একদিকে যেখানে ব্রুক বিধ্বংসী মেজাজে ব্যাট চালান, সেখানে রুট নিজের স্বভাবচিত ছন্দে ইনিংস এগিয়ে নিয়ে যান।

বিধ্বংসী ব্রুক মাত্র ৯১ বলে নিজের শতরান পূরণ করে ফেলেন। শেষমেশ ১১১ রানে ব্রুককে সাজঘরে ফেরান আকাশ দীপ। সিরাজই তাঁর ক্যাচ ধরেন। তবে রুট ক্রিজে উপস্থিত ছিলেন। চা পানের বিরতিতে ইংল্যান্ডের স্কোর ছিল চার উইকেটের বিনিময়ে ৩১৭ রান। তৃতীয় সেশনে নেমে রুট নিজের কেরিয়ারের ৩৯তম টেস্ট শতরান পূরণ করেন। নিশ্চিত জয়ের পথেই এগোচ্ছিল ইংল্যান্ড। তবে জেকব বেথেল এগিয়ে এসে বড় শট মারতে গিয়েই প্লেড অন হন। বুকে বল পায় ভারত।

এরপরে দারুণ ঝাঁঝ নিয়ে বল করা প্রসিদ্ধ, সিরাজের একাধিক ইনস্যুইং রুটের প্যাডে আঁছড়ে পড়ে। শেষমেশ অবশ্য প্রসিদ্ধের আউটস্যুইংয়ে খোঁচা দিয়ে ১০৫ রানে আউট হন ইংরেজ মহাতারকা। ৩৩৭ রানে ষষ্ঠ উইকেট হারায় ইংল্যান্ড। এরপরে বাকি সময়টুকু দারুণ বল করলেও আর সাফল্য পায়নি ভারত। প্রথমে খারাপ আলোর ফলে খেলা বন্ধ হয়, তারপর নামে বৃষ্টি। ফলে দিনের খেলা বাতিল করা হয়। ক্রিজে আপাতত জেমি স্মিথ ও জেমি ওভারটন যথাক্রমে দুই ও শূন্য রানে উপস্থিত রয়েছেন। ৩৫ রান খুব বেশি না হলেও, ভারতীয় দল যেভাবে বোলিং করছে, তাতে কিন্তু ম্যাচের ফলাফল এখনও সুনিশ্চিত নয়।