লন্ডন: মাস তিনেক আগেও রোহিত শর্মার (Rohit Sharma) ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্টে (IND vs ENG 5th Test) উপস্থিত থাকাটা তেমন কোনও খবরই হত না। কারণ তিনি তো ভারতীয় দলের অধিনায়ক। তাই ভারতের ম্যাচে তাঁর থাকাটাই স্বাভাবিক। তবে এই তিন মাসে অনেক কিছু বদলেছে। রোহিত হঠাৎই টেস্ট থেকে অবসর নিয়েছেন। ভারতের টেস্ট অধিনায়ক নির্বাচিত হয়েছেন শুভমন গিল। তবে টান টান ভারত-ইংল্যান্ডের ম্যাচ থেকে দূরে সরে থাকতে পারলেন না রোহিত। শনিবার ওভালে দেখা গেল তাঁকে।

ওভালে তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার খানিকটা সময় পরেই রোহিতকে মাঠে ঢুকতে দেখা যায়। তাঁর পরনে ছিল কালো জ্যাকেট, ধূসর রঙের ট্রাউজার এবং সাদা টুপি। রোহিতকে দেখা মাত্রই মাঠের বাইরে উপস্থিত কয়েকজন সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যায়। কেউ কেউ সুযোগ কাজে লাগিয়ে সেলফিও তুলে নেন। 

 

 

বিসিসিআইয়ের তরফেও ভারতীয় দলের ওয়ান ডে অধিনায়কের মাঠে উপস্থিতির কথা জানিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়, 'কেনিংটন ওভালে বিশেষ অতিথি এসেছেন।'

 

 

তবে রোহিত কিন্তু একা নন, দক্ষিণ লন্ডনে ২২ গজে ব্যাট বলের লড়াইয়ের সাক্ষী থাকতে উপস্থিত ছিলেন আরও অনেক পরিচিত মুখ। মুম্বই ইন্ডিয়ান্সের কর্ণধার আকাশ আম্বানি সদ্যই ওভালের ফ্র্যাঞ্চাইজি কিনেছেন। তিনিও এই ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন কায়রন পোলার্ড। রুপোলি পর্দার নায়ক সঞ্জয় কপূর। এখানেই কিন্তু তালিকা শেষ নয়। 

আজকের ম্যাচ দেখতে গুগুলের সিইও সুন্দর পিচাইও (Sundar Pichai) মাঠে ছিলেন। পিচাইয়ের ক্রিকেটপ্রেম সম্পর্কে সকলেই জানেন। তিনি আজ যে শুধু খেলা দেখলেন তাই নয়, একেবারে ধারাভাষ্য দিতে দেখা যায় তাঁকে। হর্ষ ভোগলের সঙ্গে তাল মিলিয়ে ধারাভাষ্য দেন পিচাই। সব মিলিয়ে জমজমাট এক দিনে তারকাদের উপস্থিতি কিন্তু এই ম্যাচের গ্ল্যামার আরও বাড়িয়ে তোলে।