লন্ডন: ওভালে এক ঘটনাবহুল দ্বিতীয় সেশন শেষ। এই সেশনে ভারতীয় দল তিন উইকেট হারালেও ৪.২৬ রান প্রতি ওভারে ১১৫ রান যোগ করল। সেশন শেষে ভারতীয় দলের হয়ে রবীন্দ্র জাডেজা ২৬ ও ধ্রুব জুরেল ২৫ রানে ক্রিজে উপস্থিত রয়েছেন। বর্তমানে ভারতীয় দলের স্কোর ছয় উইকেটের বিনিময়ে ৩০৪ রান। আপাতত ইংল্যান্ডের থেকে ২৮১ রানে এগিয়ে রয়েছে ভারত।

দ্বিতীয় সেশনের শুরুটা ভারতীয় দলের জন্য খুবই খারাপ হয়। সেশনের প্রথম বলেই সিরিজ়ের সর্বাধিক রানসংগ্রাহক শুভমন গিল গাস অ্যাটকিনসনের বলে এলবিডব্লু হন। রিভিউ করেও লাভের লাভ হয়নি। ১১ রানে সাজঘরে ফিরতে হয় তাঁকে। এরপর ব্যাটে নামেন প্রথম ইনিংসে অর্ধশতরানকারী করুণ নায়ার। পঞ্চম উইকেটে নায়ার ও যশস্বী জয়সওয়াল দলকে দু'শো রানের গণ্ডি পার করানোর পর অর্ধশতরানের পার্টনারশিপের দিকে এগোচ্ছিলেন। তবে ফের একবার শুরুটা ভাল করে বড় রান করতে ব্যর্থ হন নায়ার। ১৭ রানে আউট হন তিনি।

যশস্বী অবশ্য নিজের সুযোগ হাতছাড়া করেননি। ইনিংসের শুরুতে তিনি বহুবার জীবনদান পান। সেই জীবনদান সম্পূর্ণভাবে কাজে লাগিয়ে সিরিজ়ের দ্বিতীয় সেঞ্চুরি পূরণ করে ফেলেন ভারতীয় দলের তরুণ ওপেনার। পায়ের টান উপেক্ষা করেই বেশ আকর্ষক কয়েকটি শট খেলে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন যশস্বী। তাঁকে সঙ্গে দেন জাডেজা। তারকা অলরাউন্ডার কিন্তু জীবনদানও পান। আম্পায়ার তাঁকে আউট দিলেও বল উইকেটের লাইনের বাইরে থাকায় তাঁকে নট আউট দেওয়া হয়। 

যশস্বীর সঙ্গে মিলে ষষ্ঠ উইকেটে অর্ধশতরানের পার্টনারশিপের দিকে এগোচ্ছিলেন জাডেজা ও যশস্বী। তবে আগ্রাসী কাট মারতে গিয়ে সোজা বাউন্ডারিতে ধরা দেন যশস্বী। ১১৮ রানে তাঁর স্মরণীয় ইনিংস থামে। সেশনে আর কোনও উইকেট পড়েনি। শেষবেলায় ধ্রুব জুরেল বেশ কয়েকটি শট খেলে দলের রান এগিয়ে নিয়ে যান। চা পানের বিরতির ঠিক আগেই তিনশো রানের গণ্ডি পার করে ভারতীয় দল। এবার দেখার দিনের শেষবেলায় ভারতীয় দল ইনিংসে কতটা রান তুলতে পারে।

এর আগে দিনের প্রথম সেশনে দুরন্ত ব্যাটিং করেন যশস্বী ও নাইট ওয়াচম্যান হিসাবে ব্যাটে নামা আকাশ দীপ। ৭৫ রানে দুই উইকেট থেকে এদিনের খেলা শুরু করে ভারতীয় দল। শুরুতেই আকাশ দীপ ও যশস্বী বেশ কয়েকটি আগ্রাসী শট খেলেন। ২৩তম ওভারেই দুই উইকেট হারিয়ে শতরানের গণ্ডি পার করে ভারতীয় দল। দেখতে দেখতেই আকাশ ও যশস্বী অর্ধশতরানের পার্টনারশিপ গড়ে ফেলেন। সময় যত গড়ায় ততই আত্মবিশ্বাসী হয়ে উঠেন আকাশ দীপ। যশস্বীও তাঁর জমাট রক্ষণে ভরসা দেখান। পাশাপাশি ভাগ্য়ও ভারতের সঙ্গ দেয়। গতকালের মতোই আজও ক্যাচ মিস করেন ইংল্যান্ড ফিল্ডাররা। ক্রলিই আকাশ দীপের ক্যাচ ফেলেন। দেখতে দেখতে আকাশ দীপ টেস্ট কেরিয়ারের প্রথম অর্ধশতরান পূরণ করে ফেলেন।

তবে দুর্ভাগ্যবশত লাঞ্চের কয়েক মিনিট বাকি থাকতেই জেমি ওভারটনের বাউন্সারে ৬৬ রানে আউট হন আকাশ। শুভমন গিল ব্যাটে নেমে শুরুতেই বেশ কয়েকটি সুন্দর বাউন্ডারি মারেন। ভারতীয় সমর্থকরা চাইবেন দ্বিতীয় সেশনেও যেন গিল এবং যশস্বী দীর্ঘক্ষণ ব্যাট করে ভারতীয় দলকে বড় রান তুলতে সাহায্য করেন।