লন্ডন: ওভালে তৃতীয় দিনে ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্ট ম্যাচ (IND vs ENG 5th Test) দেখতে উপস্থিত রয়েছেন দলের প্রাক্তন টেস্ট ওপেনার তথা ওয়ান ডে অধিনায়ক রোহিত শর্মা। গত ইংল্য়ান্ড সফরে ওপেনিংয়ে রোহিতের ব্যাটিং সকলের নজর কেড়েছিল। এই সিরিজ়ে যশস্বী জয়সওয়ালও (Yashasvi Jaiswal) শতরান হাঁকিয়ে শুরুটা করেছিলেন। তবে ধারাবাহিকতার অভাব দেখা যায়। সেই শতরানের পর মাত্র দুইবার অর্ধশতরানের গণ্ডি পার করেন তরুণ ভারতীয় ওপেনার। এর জেরে সমালোচনারও শিকার হতে হয়। ওভালে প্রথম ইনিংসের পর কোচ গৌতম গম্ভীরও তাঁকে বকাঝকা করেন বলে কানাঘুষো শোনা যাচ্ছিল। তবে সব কিছুর জবাব ব্য়াটের মাধ্যমেই দিলেন যশস্বী। 

সিরিজ়ের শেষ ইনিংসে, দলের প্রয়োজনে যশস্বীর ব্যাট থেকে বেরিয়ে এল কেরিয়ারের ষষ্ঠ তথা ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট শতরান। বেশ চ্যালেঞ্জিং পরিবেশে মাত্র ১২৭ বলেই নিজের সেঞ্চুরি পূরণ করেন যশস্বী, যা তাঁর এই ইনিংসকে আরও আকর্ষণীয় করে তোলে। তিনি ইনিংসের শুরুটা একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে দুরন্ত গতিতে করেছিলেন। মাত্র ৪৪ বলেই অর্ধশতরান পূরণ করেন যশস্বী। তারপরে অবশ্য দ্বিতীয় দিনে মন্থর গতিতে না হলেও বেশ খানিকটা দেখেশুনে পরিপক্কভাবেই ইনিংস এগিয়ে নিয়ে যান ভারতীয় দলের তারকা ওপেনার।

 

 

দিনের প্রথম সেশনে আকাশ দীপের সঙ্গে মিলে যশস্বী দারুণ এক শতরানের পার্টনারশিপ গড়েন। নাইট ওয়াচম্যান আকাশ দীপের সঙ্গে গোটা ইনিংস জুড়েই কথোপকথন করতে দেখা যায় যশস্বীকে। তিনি নিজেও দেখেশুনেই পরিপক্কতার সঙ্গে ব্যাটিং করেন। সেই পরিপক্কতার সঙ্গেই নিডের শতরানও পূরণ করে ফেলেন যশস্বী। ইনিংসে একাধিকবার তাঁর ক্যাচ ফেলে ইংল্যান্ড। সেই ক্যাচ ড্রপ করারই খেসারত দিতে হল ইংরেজদের।

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের মাটিতেও দুরন্ত এক সিরিজ়ে একাধিক শতরান হাঁকিয়েছিলেন যশস্বী। ইংল্যান্ডের মাটিতে নিজের প্রথম সফরেও সেই ধারা অব্যাহত রাখলেন তিনি। শতরান হাঁকিয়ে তাঁর সেলিব্রেশনও কিন্তু ছিল চোখে পড়ার মতো। ব্যাট রেখে হেলমেট খুলে গ্যালারির দিকে চুম্বন ছুড়ে দেন তিনি। তারপরেই আঙুল দিয়ে হৃদয়ের আকার করে দেখান। এই সেলিব্রেশনের পরে অনেকেই মনে করছেন গ্যালারিতে হয়তো যশস্বীর বিশেষ কেউ উপস্থিত ছিলেন। তবে সেই বিষয়টা নিশ্চিত না হলেও, এই শতরানে যশস্বী যে নিজের দক্ষতার প্রমাণ দিলেন, তা নিশ্চিত।