লিডস: হেডিংলেতে রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরে গেল ভারত (IND vs ENG)। সেই সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজে ০-১ পিছিয়ে গেলেন শুভমন গিলরা। ম্যাচে হল এমন কিছু রেকর্ড, যা লজ্জা দেবে ভারতীয় দলকে।
৩৭১
যে রান তাড়া করে জিতল ইংল্যান্ড। টেস্ট ক্রিকেটে যা চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়। ভারতের বিরুদ্ধে এটা দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়। এর আগে ২০২২ সালে এজবাস্টনে ৩৭৮ রান তাড়া করে ভারতকে হারিয়েছিল ইংল্যান্ড।
৩৫০
পঞ্চম দিন যে রান দরকার ছিল ইংল্যান্ডের। এর আগে টেস্টের শেষ দিন একটিমাত্র দলই এর চেয়ে বেশি রান তুলে জিতেছিল। ১৯৪৮ সালে হেডিংলেতেই ইংল্যান্ডের বিরুদ্ধে ে৪০৪ তুলে জিতেছিল অস্ট্রেলিয়া।
১
প্রথম দল হিসাবে দলের পাঁচ ব্যাটার সেঞ্চুরি করার পরেও কোনও টেস্ট হারল ভারত। ১৯২৮ সালে মেলবোর্নে চার ব্যাটার সেঞ্চুরি করার পরেও ইংল্যান্ডের কাছে টেস্টে হেরেছিল অস্ট্রেলিয়া।
৮৩৫
টেস্টে দুই ইনিংস মিলিয়ে যে রান তুলেও হেরে গেল ভারত। এর আগে ২০১৪ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭৫৯ তুলেও হেরে গিয়েছিল ভারত।
৩
এ নিয়ে টেস্টের ইতিহাসে মাত্র তৃতীয়বার চার ইনিংসেই সাড়ে তিনশোর বেশি রান উঠল। এর আগে ১৯২১ ও ১৯৪৮ সালে অ্যাশেজ সিরিজে এই ঘটনা ঘটেছিল।
১৬৭৩
হেডিংলেতে যে রান তুলল দুই দল। ভারত বনাম ইংল্যান্ডের কোনও টেস্টে এর আগে এত রান ওঠেনি। এর আগে ১৯৯০ সালে ম্যাঞ্চেস্টারে দুই দলের মধ্যে টেস্টে ১৬১৪ রান উঠেছিল। তবে সেই টেস্ট ড্র হয়েছিল। ১৬৭৩ হল পঞ্চম সর্বোচ্চ স্কোর যে রান ওঠার পরেও কোনও টেস্ট ড্র হয়নি।
৫
হেডিংলেতে এ নিয়ে পঞ্চমবার চতুর্থ ইনিংসে তিনশোর বেশি রান তাড়া করে জিতল কোনও দল। ইংল্যান্ডের ৩৭১ তাড়া করে জয় এই মাঠে দ্বিতীয় সর্বোচ্চ।
১৪৯
বেন ডাকেটের রানসংখ্যা। চতুর্থ ইনিংসে ভারতের বিরুদ্ধে এত রান আর কেউ কোনও দিন করেননি। ভেঙে গেল ২০২২ সালে জো রুটের অপরাজিত ১৪২ রানের রেকর্ড।
১৮৮
যে রানের পার্টনারশিপ গড়লেন ডাকেট ও জ্যাক ক্রলি। টেস্টের চতুর্থ ইনিংসে ওপেনিং জুটির পঞ্চম সর্বোচ্চ রান। ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ।
১২
টেস্ট ক্রিকেটের ইতিহাসে ১২তম ব্যাটার হিসাবে দুই ইনিংসেই সেঞ্চুরি করেও পরাজিত দলে থাকতে হল ঋষভ পন্থকে।