মুম্বই: রোহিত শর্মা (Rohit Sharma) টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করায় ক্রিকেটপ্রেমীরা চমকে গিয়েছিলেন । তারপর থেকেই নির্বাচকদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন উঠে এসেছে যে, ভারতের টেস্ট দলের অধিনায়ক কে হবেন । তার সঙ্গে এই প্রশ্নও উঠে এসেছে যে, রোহিত শর্মার জায়গায় টেস্টে ওপেনিং করবেন কে । ভারতের আগের খেলাগুলিতে রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল ওপেনিং ব্যাটার হিসেবে খেলেছিলেন । কিন্তু রোহিতের অবসর নেওয়ায় সেই জায়গায় কে খেলবেন? কোনও তরুণ খেলোয়াড় পেতে পারেন সুযোগ ।
রোহিত শর্মার জায়গা নেবেন এই তরুণ খেলোয়াড়!
ইংল্যান্ড সফরের জন্য যাওয়া ভারতীয় ক্রিকেট দলের ঘোষণা এখনও হয়নি । শনিবার দুপুর দেড়টায় হবে দল ঘোষণা । ক্রিকেটপ্রেমীরা নতুন টেস্ট অধিনায়কের নাম জানার অপেক্ষায় রয়েছেন । অন্যদিকে রোহিত শর্মার অবসরের পর সাই সুদর্শনকে ইংল্যান্ড সফরের জন্য নির্বাচন করা হতে পারে । সাই সুদর্শন আইপিএলেও চমৎকার পারফর্ম করেছেন । সুদর্শন ১৩ ম্যাচে ৬৩৮ রান করেছেন এবং এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান সংগ্রহকারী খেলোয়াড় । অরেঞ্জ ক্যাপও তাঁর দখলে ।
দৌড়ে রয়েছেন বাংলার ক্রিকেটার অভিমন্যু ইশ্বরণও । তাঁর নামও এই তালিকায় রয়েছে । অভিমন্যু এর আগেও ভারতীয় এ দলে খেলেছেন । এবারও ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় এ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন । রোহিত শর্মার পরিবর্ত হিসেবে অভিমন্যু ইশ্বরণও ইংল্যান্ড সফরে ভারতের সিনিয়র দলে সুযোগ পেতে পারেন ।
প্রশ্ন রয়েছে মহম্মদ শামি সুযোগ পাবেন কি না, তা নিয়েও। আইপিএলে ফর্মে ছিলেন না। ইংল্যান্ড সফরের টেস্ট দল থেকেও বাদ পড়তে পারেন। শোনা যাচ্ছে, যশপ্রীত বুমরা ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টেস্ট ম্যাচে নাও খেলতে পারেন।
গিল এবং রাহুল কত নম্বরে ব্যাট করবেন?
শোনা যাচ্ছে, শুভমন গিল তিন নম্বরে ব্যাটিং করতে পারেন । অন্যদিকে কে এল রাহুল মিডল অর্ডারে ব্যাটিং করতে পারেন । রোহিত শর্মার অবসর নেওয়ার কয়েকদিন পরেই বিরাট কোহলিও টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন । যার পর ভারতের টেস্ট দলে বড়সড় পরিবর্তন দেখা যেতে পারে । অন্যদিকে অধিনায়ক নিয়েও বিসিসিআই শনিবার সিদ্ধান্ত নিতে পারে ।