অ্যাডিলেড: টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে টস জিতলেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। রোহিত শর্মাদের (Rohit Sharma) প্রথম ব্যাটিং করতে পাঠালেন তিনি। ভারতীয় দল অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ জিম্বাবোয়ের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে যাঁরা খেলেছিলেন, তাঁরাই সুযোগ পেয়েছেন। দীনেশ কার্তিক (Dinesh Karthik) নয়, ঋষভ পন্থেই (Rishabh Pant) আস্থা রাখল টিম ম্যানেজমেন্ট।            


ইংল্যান্ড দলে দুটি পরিবর্তন হয়েছে। চোটের জন্য নেই মার্ক উড ও ডাভিড মালান। তাঁদের পরিবর্তে সুযোগ পেয়েছেন ফিল সল্ট ও ক্রিস জর্ডান। মঙ্গলবার নেটে ব্যাটিংয়ের সময় হাতে চোট পেয়েছিলেন রোহিত। যদিও টসের পর ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলের সঞ্চালক রবি শাস্ত্রীকে তিনি জানান যে, এখন সম্পূর্ণ ফিট তিনি। পাশাপাশি তিনি এ-ও বলেন যে, টস জিতলে প্রথমে ব্যাটিংই নিতেন।


উপমহাদেশীয় পরিবেশ থেকে গিয়ে অস্ট্রেলিয়ায় দ্রুত মানিয়ে নেওয়াটা সকলের জন্য সবসময় সম্ভব হয় না। তবে সম্ভবত এখানেই ভাল এবং মহান খেলোয়াড়দের পার্থক্য। বিরাট কোহলি (Virat Kohli) তো সেখানে মতান্তরে বর্তমান যুগের সেরা ব্যাটার। অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর রেকর্ড ঈর্ষণীয়। আর অ্যাডিলেডের ময়দানে বিরাটের সাফল্য নিয়ে সহজেই একটা বই লিখে ফেলা যায়। সেই অ্যাডিলেডেই আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল (IND vs ENG)। এই মাঠে বিরাটের রেকর্ড নিঃসন্দেহে ইংল্যান্ড দলের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট।


 




বিরাটের অ্যাডিলেডপ্রীতি


বিরাট কোহলি অ্যাডিলেডে ১৪টি আন্তর্জাতিক ইনিংস খেলেছেন। এই মাঠে কোহলির সব ফর্ম্যাট মিলিয়ে ৭৫.৫৮ গড়ে মোট ৯০৭ রান করেছেন। টেস্ট ম্যাচে বিরাট কোহলি অ্যাডিলেডে চারটি ম্যাচ খেলেছেন। তিনি লাল বলের ক্রিকেটে এই মাঠে তিনটি শতরানের পাশাপাশি একটি অর্ধশতরানও করেছেন। ওয়ান ডে ক্রিকেটেও পরিংসখ্যান চোখ ধাঁধানো। অ্যাডিলেডে চারটি ওয়ান ডে ম্যাচ খেলে দুইটি শতরান  করেছেন বিরাট। টি-টোয়েন্টিতে দুই ম্যাচ খেলেছেন বিরাট। বিশ ওভারের ফর্ম্যাটে অ্যাডিলেডে ১৫৫.৫৫-র স্ট্রাইক রেটে বিরাটের মোট সংগ্রহ ১৫৪ রান।