ডাবলিন: আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের দ্বিতীয় ম্যাচে (IND vs IRE 2nd T20) ওপেনার রুতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) দুরন্ত অর্ধশতরান করলেন। রিঙ্কু সিংহ (Rinku Singh), সঞ্জু স্যামসনও (Sanju Samson) আগ্রাসী ইনিংস খেলেন। এর সুবাদে পাঁচ উইকেটের বিনিময়ে ১৮৫ রান তুলল ভারত।
রুতু-স্যামনের দাপট
এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং। দুই দলই নিজেদের গত ম্যাচের একাদশে কোনওরকম বদল না ঘটিয়েই এই ম্যাচে মাঠে নামে। ব্যাট হাতে ভারতের দুই ওপেনার রুতুরাজ গায়কোয়াড় এবং যশস্বী জয়সওয়াল শুরুটা মন্দ করেননি। তবে ২৯ রানের বেশি যোগ করতে পারেননি ভারতীয় ওপেনাররা। ১১ বলে ১৮ রান করে আউট যশস্বী। তাঁকে সাজঘরে ফেরান ক্রেইগ ইয়াং। পরের ওভারেই তিলক ভার্মাও মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন। ৩৪ রানের বিনিময়ে দুই উইকেট হারিয়ে ফেলে ভারত।
তবে পরপর দুই উইকেট হারালেও রুতুরাজ ও সঞ্জু স্যামসন ভারতীয় ইনিংসের হাল ধরেন। দুইজনে মিলে তৃতীয় উইকেটে ৪৯ বলে ৭১ রান যোগ করেন। বিধ্বংসী মেজাজে ব্যাট করছিলেন সঞ্জু স্যামসন ১১ তম ওভারে জশুয়া লিটলের বিরুদ্ধে ১৮ রান তোলেন তিনি। তবে অর্ধশতরান হাঁকানোর আগেই ৪০ রানে আউট হন তিনি। রুতুরাজ ৩৯ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন। কিন্তু ম্যাকার্থির বলে ৫৮ রানেই আউট হন রুতুরাজ।
রিঙ্কু, দুবের ফিনিশিং
তবে সঞ্জু, রুতুরাজ আউট হলেও শিবম দুবে ও রিঙ্কু সিংহ ভারতের রানের গতি কমতে দেননি। নিজের প্রথম আন্তর্জাতিক ইনিংসেই বেশ নজর কাড়লেন রিঙ্কু। আইপিএলে কেকেআরের হয়ে তাঁর পাঁচ ছক্কা হাঁকানোর স্মৃতি এখনও তাজা। এদিনও তিনি ফের একবার বড় শট মারার নিজের দক্ষতার পরিচয় দিলেন। দুইটি চার ও তিনটি ছয়ের সুবাদে ২১ বলে ৩৮ রান করেন তিনি। শিবম দুবেও নিজের কামব্যাক ম্যাচে ১৬ বলে অপারজিত ২২ রানের ইনিংসে প্রভাবিত করেন। ইনিংসের শেষ দুই ওভারেই ৪২ রান তোলে ভারত। আয়ারল্যান্ডের হয়ে ম্য়াকার্থি ৩৬ রানের বিনিময়ে দুই উইকেট নিয়ে ইনিংসের সফলতম বোলার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: পর্যাপ্ত নিরাপত্তা নিয়ে উদ্বেগ! ফের বদলাতে পারে বিশ্বকাপের সূচি?