বেঙ্গালুরু: চার সেমিফাইনালিস্ট নির্ধারিত। পয়েন্ট তালিকায় ভারতের (Indian Cricket Team) শীর্ষে থাকাও নিশ্চিত। বিশ্বকাপ (ODI World Cup) থেকে ছিটকে গিয়েছে নেদারল্যান্ডস (Netherlands Cricket Team)। এমন পরিস্থিতিতে কলিন অ্যাকারম্যানের দলের বিরুদ্ধে রবিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। আপাত অর্থে এই ম্যাচের তেমন কোনও গুরুত্ব নেই। তবে নিয়মরক্ষার ম্যাচে টিম ইন্ডিয়ার সামনে রেকর্ড গড়ার হাতছানি।


২০০৩ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় দল বিশ্বকাপে টানা আট ম্যাচ জিতেছিল। রোহিতের ভারতীয় দলও এ বিশ্বকাপে সেই কীর্তিতে ভাগ বসিয়েছে। নেদারল্যান্ডসকে হারালেই প্রথম ভারতীয় দল হিসাবে বিশ্বকাপে নাগাড়ে নয়টি ম্যাচ জিতে নেবে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। 


কাদের ম্যাচ


রবিবার, ১২ নভেম্বর বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি ভারত ও নেদারল্যান্ডস


কোথায় খেলা


ম্যাচটি হবে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে


কখন শুরু


ম্যাচ শুরু দুপুর ২টোয়। তার ৩০ মিনিট আগে, দুপুর ১.৩০-এ হবে টস


কোথায় দেখবেন


ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে


অনলাইন স্ট্রিমিং


টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে ডিজ়নি প্লাস হটস্টার অ্যাপে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার


আবহাওয়া


রবিবার বেঙ্গালুরুতে বৃষ্টির সম্ভাবনা (তিন শতাংশ) কার্যত নেই। বাতাসে ৪৫ শতাংশ আর্দ্রতা থাকবে। আকাশে অবশ্য মেঘে ঢাকা থাকবে। ম্যাচ চলাকালীন তাপমাত্র ১৬ ডিগ্রি থেকে ২৮ ডিগ্রির মধ্যেই থাকার পূর্বাভাস রয়েছে।


পিচ রিপোর্ট


চিন্নাস্বামী স্টেডিয়ামের পিচ সাধারণত ব্যাটারদের স্বর্গ। উপরন্তু, ছোট বাউন্ডারির ফলে স্টেডিয়ামে বড় বড় রান হয়। এই বিশ্বকাপেই তার প্রমাণ পাওয়া গিয়েছে। প্রথমে ব্যাট করে নিউজ়িল্যান্ড ও অস্ট্রেলিয়া যথাক্রমে ৪০১ ও ৩৬৭ রান করেছে চিন্নাস্বামী। তবে এই বিশ্বকাপে এই মাঠেই আবার ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা ১৫৬ ও ১৭১ রানে অল আউট হয়ে গিয়েছে। তাই আগেভাগে কিছু বলাটা একেবারেই সম্ভব নয়।


হেড-টু-হেড


ভারত এবং নেদারল্যান্ডস ওয়ান ডে ফর্ম্যাটে বিশ্বকাপের মঞ্চেই দুইবার একে অপরের মুখোমুখি হয়েছে। ২০০৩ সালের বিশ্বকাপে ভারতীয় দল নেদারল্যান্ডসের বিরুদ্ধে ব্যাট হাতে বড় রান করতে ব্যর্থ হয়েছিল। ডাচদের সামনে লক্ষ্য ছিল মাত্র ২০৪ রান। তবে ১৩৬ রানেই গুটিয়ে যায় ডাচদের ব্যাটিং ইনিংস। ১২ বছর আগেও ভারতের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস। সেই ম্যাচে মাত্র ১৮৯ রানেই শেষ হয়ে যায় নেদারল্যান্ডস ইনিংস। ১৪ ওভার বাকি থাকতে জয় পায় ভারতীয় দল। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: ডাচদের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে মহাতারকারদের রেকর্ড গড়ার হাতছানি, নয়ে নয় করবে ভারত?