রাঁচি: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে ওয়ান ডে সিরিজ জিতে নিয়েছে ভারতীয় দল (Team India)। এবার টি-টোয়েন্টি ফর্ম্যাটে দুই দল একে অপরের মুখোমুখি হবে। রাঁচিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টি (IND vs NZ 1st T20I) ম্যাচ আয়োজিত হবে। এই সিরিজে রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল, কেউই সুযোগ পাননি। ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। তবে কোহলিরা না থাকলেও, সিরিজে দুই দলেই তারকাদের অভাব নেই এবং হাড্ডাহাড্ডি লড়াই দেখার প্রত্যাশায় রয়েছেন সমর্থকরা।


ম্যাচে ভারতের হয়ে শুভমন গিলকে যে ওপেন করতে দেখা যাবে, তা আগেই জানিয়ে দিয়েছেন হার্দিক। তবে তাঁর সঙ্গে কে ওপেন করবেন, সেই নিয়ে জল্পনা রয়েইছে। দুরন্ত পারফর্ম করে দলে ফিরেছেন পৃথ্বী শ। তিনি না ঘরের ছেলে ঈশান কিষাণ, কে ওপেন করবেন, সেই সিদ্ধান্ত নিতে হবে টিম ম্যানেজমেন্টকে। এছাড়াও জিতেশ শর্মা দলে সুযোগ পান কি না, সেই দিকেও নজর থাকবে। অপরদিকে, কিউয়ি দলকে সিরিজে নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার। কেন উইলিয়ামসন বা টম ল্যাথাম কেউই এই সিরিজে খেলবেন না। দুই দলের তরুণরা কেমন খেলেন সেটা দেখার।


সিরিজের রণকৌশল


নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে রণকৌশল কী? হার্দিক বলছেন, 'স্ট্র্যাটেজি কী, সেটা তো আমি বলব না। তবে ভাল ক্রিকেট খেলার চেষ্টা করব। কৌশল কী মাঠে দেখে নেবেন। তবে আমরা চেষ্টা করব সর্বস্ব দিয়ে মাঠে ঝাঁপাতে আর সকলকে বিনোদন দিতে।'





এই সিরিজে দলে সুযোগ পেয়েছেন উইকেটকিপার জিতেশ শর্মা। হার্দিক বলছেন, 'খুব ভাল খেলেছে। তার পুরস্কার হিসাবেই দলে সুযোগ পেয়েছে। দুর্ভাগ্যবশত সঞ্জু স্যামসন চোট পেয়েছে। জিতেশ ভাল খেলে দলে সুযোগ পেয়েছে। এটা একটা ভাল ব্যাপার যে, ঘরোয়া ক্রিকেটে ভাল পারফর্ম করলে সেটা ঠিক নজরে পড়ে।'





কোথায় ম্যাচ?


রাঁচিতে ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার মাঠে আয়োজিত হবে ম্যাচটি।


কখন খেলা?


ম্যাচ শুরু দুপুর ৭টায়, টস হবে তার আধ ঘণ্টা আগে, অর্থাৎ ৬.৩০টায়।


কোথায় দেখা যাবে খেলা?


ম্যাচের সরাসরি সম্প্রচার হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। পাশাপাশি হটস্টার অ্যাপেও দেখা যাবে সরাসরি সম্প্রচার।


পিচ ও আবহাওয়া


রাঁচির এই মাঠে ব্যাটিং সহায়ক পিচে সাধারণত বড় রান উঠতে দেখা যায়। এই ম্যাচেও সেই ধারা অব্যাহত রাখার পূর্ণ সম্ভাবনা রয়েছে। ম্যাচ চলাকালীন বা তার আগে, পরে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রাও ১৯ ডিগ্রির আশেপাশেই থাকবে, যা ক্রিকেট খেলার জন্য আদর্শ।


 


আরও পড়ুন: টেস্টে বিরাটকে আরও উন্নতি করতে হবে: সৌরভ গঙ্গোপাধ্যায়