রাঁচি: শুক্রবার ২৭ জানুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে (IND vs NZ T20) খেলতে নামছে। রাঁচিতে আয়োজিত হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। রাঁচি ভারতের কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) শহর। আবার রাঁচি ভারতের বর্তমান কিপার-ব্যাটার ঈশান কিষাণেরও (Ishan Kishan) শহর। নিজের শহরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে ঈশানের মুখে ধোনিবন্দনা।


ধোনি প্রসঙ্গে ঈশান


সোশ্যাল মিডিয়ায় বিসিসিআইয়ের শেয়ার করা এক ভিডিওতে ঈশানকে ধোনি প্রসঙ্গে বলতে শোনা যায়, 'মহেন্দ্র সিংহ ধোনিই আমার আইডল। আমরা একই জায়গা থেকে উঠে এসেছি এবং (ধোনির মতো) আমিও ঝড়খণ্ডের হয়েই খেলি। তাই আমি বরাবরই ওঁর ফেলে যাওয়া স্থান দখল করতে আগ্রহী ছিলাম। এখন সেই স্বপ্নপূরণ হয়েছে। তাই এবার দলকে প্রচুর ম্য়াচ জেতানোই আমার লক্ষ্য।'


সাজঘরে ধোনি


নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতীয় দল (Ind vs NZ) পৌঁছে গিয়েছে রাঁচিতে। ওয়ান ডে সিরিজে কিউয়িদের হোয়াইটওয়াশ করে দেওয়ার পর টি-টোয়েন্টি সিরিজেও হট ফেভারিট ভারত। টি-টোয়েন্টিতে ভারতের অধিনায়ক হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। নতুন সিরিজে নয়া উদ্যমে শুরু করতে মরিয়া ভারতীয় দল। প্রথম ম্যাচ শুক্রবার, রাঁচিতে ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার মাঠে।


যে ম্যাচের জন্য বৃহস্পতিবার জোরকদমে প্রস্তুতি সারলেন ভারতীয় ক্রিকেটারেরা। আর তার মাঝেই ভারতের প্র্যাক্টিসের সময় হাজির হয়ে গেলেন এক কিংবদন্তি। যাঁকে দেখে খুশিতে ডগমগ হার্দিক পাণ্ড্য, ঈশান কিষাণ বা বাংলার মুকেশ কুমাররা। হাতে ডাব। পিঠে রুকস্যাক। পরনে নীল জংলা ছাপ জার্সি। নতুন হেয়ারস্টাইল। ঠোঁটের কোণায় ঝকঝকে হাসি।


তিনি, মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। ভারতের হয়ে জোড়া বিশ্বকাপ ও একটি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। কিন্তু ভারতীয় ড্রেসিংরুম এখনও আগের মতোই উদ্বেলিত হয় ধোনিকে দেখে। আপাতত রাঁচিতেই আইপিএলের জন্য প্রস্তুতি সারছেন ধোনি। আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও আইপিএল খেলছেন ক্যাপ্টেন কুল।


এদিকে ভারতীয় দলও রয়েছে রাঁচিতে। যেখানে পা রেখেই ধোনির সঙ্গে দেখা করতে ছুটেছিলেন হার্দিক। তারপরই ভারতের প্র্যাক্টিসের ফাঁকে দেখা গেল ধোনিকে। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে হার্দিক বলেন, 'দারুণ লাগছে। মাহি ভাই আছে শহরে। দেখা করার সুযোগ পাওয়া যায়। ক্রিকেটের জন্য এত ঘুরতে হয় যে, বেশি দেখা সাক্ষাতের সুযোগ হয় না। মাহি ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম। এত ঠাসা ক্রীড়াসূচি যে এক হোটেল থেকে আরেক হোটেলেই সময় কেটে যাচ্ছে।'


আরও পড়ুন: রাহুল-আথিয়ার পর সাতপাকে বাঁধা পড়লেন আরেক ভারতীয় তারকা