বেঙ্গালুরু: এক সময় যখন সরফরাজ খান ও ঋষভ পন্থের ব্যাট কথা বলছিল, তখন মনে হচ্ছিল ভারত বিরাট রানের লিড নিতে পারবে। তবে অল্প রানের ব্যবধানে দুই সেট ব্যাটার আউট হওয়ার পরেই নামে ধস। ৪৬২ রানে অল আউট হয়ে যায় ভারত। ৩৬ বছর পর ভারতের মাটিতে টেস্ট জয়ের জন্য নিউজ়িল্যান্ডের সামনে মাত্র ১০৭ রানের লক্ষ্য। এত কম রানের পুঁজি নিয়ে কি আদৌ জয়ের স্বপ্ন দেখা যায়?
কিউয়িদের বিরুদ্ধে প্রথম টেস্টের (IND vs NZ 1st Test) দ্বিতীয় ইনিংসে একসময় ভারতীয় দল যখন তিন উইকেট হারিয়েই চারশো রানের গণ্ডি পার করে গিয়েছিল, লিড অর্ধশতরানের গণ্ডি পার করেছিল, তখন অনেক সমর্থকই মনে করছিলেন এমনভাবে চলতে থাকলে দু'শো রানের লিড নেওয়াটা খুব একটা অসম্ভব কিছু হবে না। পঞ্চম দিনে এক অবিশ্বাস্য কামব্যাকের পর ম্যাচ জেতার জন্য এই রান যথেষ্ট বলেই মনে করছিলেন বেশ কিছু বিশেষজ্ঞ। তবে প্রথম ইনিংসে ৪৬ রানে অল আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানের ব্যবধানে সাত উইকেট হারিয়ে ফেলে ভারত। ফের একবার ব্যর্থ হয় ভারতের লোয়ার মিডল অর্ডার।
কিউয়িদের সামনে জয়ের জন্য লক্ষ্য বড় নয়। কিন্তু ইতিহাস ভারতীয় সমর্থকদের মনে আশার আলো জাগাবে। ভারতীয় দল অতীতেও ১০৬ রানের পুঁজি নিয়ে ম্যাচ জিতেছে। সেক্ষেত্রে প্রতিপক্ষ যে সে দল নয়, বিপক্ষে ছিল অস্ট্রেলিয়া। ঘটনাটি দুই দশক আগের। ২০০৪ সালে ওয়াংখেড়েতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে মাত্র ১০৪ রানে অল আউট হয়ে যায় ভারত। সেক্ষেত্রে অস্ট্রেলিয়াকে ২০৩ রানেই সীমাবদ্ধ রাখতে সক্ষম হয় ভারত। মাইকেল ক্লার্কের নয় রানে ছয় উইকেটের জেরে দ্বিতীয় ইনিংসেও ২০৫ রানের বেশি করতে পারেনি ভারত। সেক্ষেত্রে জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে ১০৭ রানের লক্ষ্যমাত্র ছিল।
এত কম রান নিয়ে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। সৌজন্যে দলের স্পিনাররা। হরভজন সিংহের পাঁচ উইকেটসহ ভারতীয় স্পিনাররা দ্বিতীয় ইনিংসে মোট নয় উইকেট নেয়। ভারতীয় স্পিন ফাঁদে মাত্র ৯৩ রানেই অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ১৩ রানে জয় পায় ভারত। রবিবাসরীয় চিন্নাস্বামীতে ওয়াংখেড়ের ঘটনারই পুনরাবৃত্তির আশায় টিম ইন্ডিয়ার অনুরাগীরা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: নির্ধারিত সময়ের আগেই শেষ হল খেলা, অবিশ্বাস্য জয়ের জন্য ভারতের সম্বল ১০৭ রানের পুঁজি