বেঙ্গালুরু: দিনের শুরুতে ভারতের পরিস্থিতি ছিল বেশ টলমল। গোটা দিন ঋষভ পন্থ (Rishabh Pant) ও সরফরাজ খানের (Sarfaraz Khan) অনবদ্য পার্টনারশিপে ভর করে এক অবিশ্বাস্য জয়ের স্বপ্ন দেখছিল ভারতীয় দল। তবে ভারত বনাম নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের (IND vs NZ 1st Test) চতুর্থ দিনের শেষে ফের একবার হারের আশঙ্কা প্রবল হয়ে উঠল। সেই ব্যাটিং ব্যর্থতা। ঋষভ ও সরফরাজ অনবদ্য ইনিংস খেললেও, ফের একবার ব্যর্থ ভারতীয় লোয়ার অর্ডার। ৪৬২ রানেই শেষ হল ভারতের দ্বিতীয় ইনিংস।


দিনের শেষ লগ্নে নিউজ়িল্যান্ড ব্যাটে নামলেও, কোনও রান করতে পারেনি। নির্ধারিত সময়ের আগেই খারাপ আলো ও বৃষ্টির জন্য বন্ধ করতে হয় খেলা। তবে এই সিদ্ধান্তের বিরোধ জানায় ভারতীয় দলের তারকারা। আম্পায়াদের সঙ্গে তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায় রোহিত শর্মাকে। বিরাট কোহলিও রোহিতের সঙ্গে মিলে আম্পায়ারদের সঙ্গে কথা বলেন, তবে তাতে লাভের লাভ কিছুই হয়নি। আম্পায়াররা নিজেদের সিদ্ধান্তে অনড় থাকেন। ম্যাচ থামিয়ে দেওয়া হয়। খেলোয়াড়রা সাজঘরে ফেরেন। আর মাঠে নামার সুযোগ হয়নি। ফলে মাত্র চার বলই খেলেন নিউজ়িল্যান্ডের দুই ওপেনার ডেভন কনওয়ে এবং টম ল্যাথাম। কিউয়িরা এখনও নিজেদের খাতা খোলেনি। 


ম্যাচের শেষ দিন ভারতের হাতে ১০৭ রানের পুঁজি রয়েছে। সেই নিয়েই জয়ের জন্য ঝাঁপাবে টিম ইন্ডিয়া। অবিশ্বাস্য কিছুনা ঘটলে এই ম্যাচ ভারতের পক্ষে জেতাটা বেশ কঠিন। তবে এই ম্যাচে এখনও অবিশ্বাস্য না না কাণ্ড কারখানা, ব্যক্তিগত পারফরম্যান্স দেখা গিয়েছে। তাই এখনই ভারতের জয়ের সম্ভাবনা কম হলেও, সেই সম্ভাবনা একদম শূন্য বলা যাবে না।   


এদিন ভারতের হয় ব্যাট হাতে নজর কাড়েন সরফরাজ ও ঋষভ। দিনের দ্বিতীয় ওভারেই ও রুর্কের বিরুদ্ধে জোড়া বাউন্ডারি হাঁকিয়ে নিজের মনোভাব স্পষ্ট করে দেন সরফরাজ। লেট কাট, স্কুপে সরফরাজ ইনিংস এগিয়ে নিয়ে যান। দেখতে দেখতেই নিজের কেরিয়ারের প্রথম সেঞ্চুরি পূরণ করে ফেলেন তিনি। তিন অঙ্কের রানে পৌঁছতে গর্জে উঠেন মুম্বইয়ের তরুণ ব্যাটার।


অপরদিকে, পন্থ নিজের মেজাজেই এগিয়ে যান। স্পিনারদের তো সেটেল হওয়ার সুযোগই দেননি তিনি। দেখতে দেখতেই পন্থ ও সরফরাজের পার্টনারশিপ ১৫০ রানের গণ্ডি পার করে। সরফরাজও ১৫০ রান পার করেন। তবে খানিকটা ক্লান্ত দেখানো শটে ঠিক তারপরেই ফেরেন সরফরাজ। শতরানের দিকে এগানো পন্থ তাতেও থামেননি। টিম সাউদির বিরুদ্ধে তাঁর ১০৭ মিটারের ছক্কা দেখে প্রতিপক্ষের গ্লেন ফিলিপ্স থেকে অপর পক্ষে দাঁড়ানো কেএল রাহুল, সকলেই হা। তবে সেঞ্চুরিটা অধরাই থেকে যায়। ৯৯ রানে রর্কের বলে প্লেড অন তিনি। রাহুলও ১২ রানের বেশি করতে পারেননি।


তখনও অবশ্য অশ্বিন ও রবীন্দ্র জাডেজা ছিলেন। এই দুই অলরাউন্ডার অতীতেও ভারতকে চাপের মুখ থেকে উদ্ধার করেছেন। আবারও তেমন কিছুরই আশায় ছিলেন টিম ইন্ডিয়ার সমর্থকরা। তবে কোথায় কী! তৃতীয় সেশনের শুরুতেই পাঁচ রানে জাডেজা ফেরেন। অশ্বিন খানি লড়াই করলেও ১৫ রানের বেশি করতে পারেননি। কুলদীপ যাদবের উপস্থিতিতে কোনওরকমে ভারতীয় দলের লিড শতরানের গণ্ডি পার করে। তবে তিন বলের ব্যবধানে বুমরা ও সিরাজ আউট হওয়ায় ৪৬২ রানেই শেষ হয় ভারতের ইনিংস। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ধোনি নয়, IPL নিলামের আগে CSK-কে আনক্যাপড হিসাবে অন্য এক তারকাকে রিটেন করার পরামর্শ অশ্বিনের