বেঙ্গালুরু: বুধবার, ১৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারত বনাম নিউজ়িল্যান্ডের (India vs New Zealand) তিন ম্যাচের টেস্ট সিরিজ়। বেঙ্গালুরুতে ম্যাচ দিয়ে সিরিজ় শুরু হওয়ার কথা। সেই ম্যাচের প্রাক্কালেই দেশের 'গার্ডেন সিটি'-তে অঝোরে বৃষ্টি। বাতিল করতে হয়েছে ভারতীয় অনুশলীন। ঘটনাক্রমে এই বৃষ্টির ওপরেই ভারতীয় একাদশ নির্ভরশীল।
রোহিত শর্মাকে (Rohit Sharma) দলের একাদশ প্রসঙ্গে প্রশ্ন করা হলে, পরিস্থিতি বুঝেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান রোহিত। তবে ভারতীয় অধিনায়ক নিশ্চিত করে দেন যে বেঙ্গালুরুতে অন্তত দুইজন ভারতীয় স্পিনার খেলবেনই। তিনি প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে বলেন, 'ভারতীয় একাদশ কেমন হবে, তা পরিবেশ এবং পিচের ওপর নির্ভর করবে। আজকে তো বৃষ্টি হয়েছে। পিচ তো ঢাকা রয়েছে। আমারা দুই না তিন, কতজন ফাস্ট বোলার নিয়ে নামব, নিজেদের সেরা একাদশ কী হবে, তা নিয়ে কাল সিদ্ধান্ত নেব। আমরা নিজেদের বিকল্প খোলা রেখেছি।'
বাংলাদেশের বিরুদ্ধে কানপুর ম্যাচের উদাহরণ টেনে রোহিত আরও যোগ করেন, 'আজকের দিনটা কেমন কাটে দেখা যাক। তারপর আমরা সিদ্ধান্ত নেব। কানপুরে তো আমরা (বৃষ্টির জন্য) দুইদিনও খেলতে পারিননি। তা সত্ত্বেও ম্যাচ জিতেছিলাম। এখানে কী হবে জানি না। আমাদের সামনে যেমন পরিস্থিতি আসবে সেই অনুযায়ীই সিদ্ধান্ত নেব। আমরা ম্যাচ জেতারই চেষ্টা করব সবসময়।'
ভারতীয় দল বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকার শীর্ষে রয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে আর আটটি টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। কিউয়িদের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ়ের পর বছর শেষেই অজ়িভূমে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় রয়েছে ভারতীয় দলের। কিউয়িদের বিরুদ্ধে সিরিজ় জয়, টেস্টের বেস্ট হওয়ার খেতাবি ম্যাচে ভারতের মাঠে নামার সম্ভাবনা আরও অনেকটাই উজ্জ্বল করবে। কিউয়িদের ভারতীয় উপমহাদেশে রেকর্ড ভাল নয়। আর অপরদিকে, ভারত ঘরের মাঠে কার্যত অপ্রতিরোধ্য।
২০১২-১৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১-২ স্কোরলাইনে সিরিজ় হারের পর ভারতীয় দল আর ঘরের মাঠে পরাজিত হয়নি। নাগাড়ে ১৮টি সিরিজ় জিতেছে টিম ইন্ডিয়া। সেই দাপট অব্যাহত রাখারই চ্যালেঞ্জ রোহিতদের সামনে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ভারত-নিউজ়িল্যান্ড সিরিজ়ে কোহলি, গিল থেকে কুলদীপ, একাধিক তারকাদের রেকর্ড গড়ার হাতছানি