হ্যামিলটন: আজ হ্যামিলটনে দ্বিতীয় ওয়ান ডেতে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড (IND vs NZ 2nd ODI)। ম্যাচে বিঘ্ন ঘটালেন বরুণদেব। বৃষ্টিতে ভেস্তে গেল দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ। বুধবার (৩০ নভেম্বর) ভারত-নিউজিল্যান্ড ওয়ান ডে সিরিজের তৃতীয় তথা অন্তিম ম্যাচে ক্রাইস্টচার্চের হেজলি ওভালে একে অপরের মুখোমুখি হয়। 


ম্যাচে টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করার আহ্বান জানান নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে মাত্র ৪.৫ ওভার পরেই বৃষ্টির জন্য প্রথমবার ম্যাচ থামাতে হয়। সেই সময় ভারতের স্কোর ছিল বিনা উইকেটে ২২ রান। দীর্ঘক্ষণ বৃষ্টিক জন্য ম্যাচ থেমে থাকে। শেষমেশ নির্ধারিত হয় প্রতিটি দল ২৯ ওভার করে ব্যাট করার সুযোগ পাবে। সেইমতোই ম্যাচ শুরু হয়। বৃষ্টির পর খেলা শুরু হওয়ার দুই বল পরেই ভারত অধিনায়ক শিখর ধবনকে মাত্র তিন রানে সাজঘরে ফেরত পাঠান ম্যাট হেনরি। ২৩ রানে প্রথম উইকেট হারায় ভারত।


সূর্য-শুভমনের পার্টনারশিপ


এরপর ক্রিজে শুভমন গিলকে (Shubman Gill) সঙ্গ দিতে মাঠে নামেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তাঁরা ভারতীয় ইনিংসকে দারুণভাবে এগিয়েও নিয়ে যাচ্ছিলেন। শুভমন ও সূর্য মিলে দ্বিতীয় উইকেটে ৬৬ রান যোগ করেন। তবে ফের বিঘ্ন ঘটায় বৃষ্টি। ১২.৫ ওভারে থামে ম্যাচ। ততক্ষণে ভারত এক উইকেটের বিনিময়ে ৮৯ রান তুলে ফেলেছে। দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ভারতের হয়ে শুভমন গিলকে দারুণ ছন্দে দেখায়। ৪২ বলে অপরাজিত ৪৫ রান করেন তিনি। তাঁর ইনিংস সাজানো ছিল চারটি চার ও একটি ছক্কায়। সূর্যকুমারও ২৫ বলে ৩৪ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। তিনি দুইটি চার ও তিনটি ছক্কা হাঁকান। 


পিছিয়ে ভারত


ম্যাচের ফলফলের জন্য উভয় দলের অন্তত ২০ ওভার খেলার প্রয়োজন ছিল। তবে বৃষ্টির প্রকোপ বাড়ায় তা আর সম্ভব হয়নি। ফলে বাধ্য হয়েই ম্যাচ বাতিল করতে হয়। তিন ম্যাচের সিরিজে উইলিয়ামসন ও টম ল্যাথামের ২২১ রানের পার্টনারশিপে ভর করে সাত উইকেটে ম্যাচ হারে ভারত। তাই দ্বিতীয় ম্যাচ ভেস্তে যাওয়ার টিম ইন্ডিয়ার সিরিজ জয়ের আশা আর নেই। তবে অন্তত শেষ ম্যাচ জিতে সিরিজ ড্র করতে বদ্ধপরিকর হবে টিম ইন্ডিয়া।


আরও পড়ুন: পারফরম্যান্সের পরও একাদশে সুযোগ মিলবে? কী বলছেন শ্রেয়স?