নয়াদিল্লি: টি-টোয়েন্টি ম্যাচ মানেই চার-ছক্কার ফুলঝুরি। এক ওভারে পরপর কয়েকটি ছক্কায় ঘুরে যায় ম্যাচের মোড়। অথচ লখনউয়ে ভারত-নিউজিল্যান্ড (Ind vs NZ 2nd T20) টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ঘটে গেল অভিনব এক কাণ্ড। গোটা ম্যাচে দুই দলের কেউই কোনও ওভার বাউন্ডারি মারেননি। ছক্কা-হীন ম্যাচের সাক্ষী থাকল লখনউয়ের স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা।


বিরল নজির


ভারতের মাটিতে টি-২০ ম্যাচ মানেই চার-ছক্কার ঝড় উঠবে, বিশেষ করে এখানকার পিচে ব্যাটাররা বাড়তি সুবিধা পেয়ে থাকেন বলে এটাই মনে করা হয়। যদিও রানের ফুলঝুরি দেখার আশায় যাঁরা মাঠে যান অথবা টেলিভিশনের পর্দায় চোখ রাখেন, লখনউয়ে ভারত-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ নিতান্ত হতাশ করবে তাঁদের। কারণ, এক অতি বিরল নজির গড়ে বসেছে লখনউয়ের আন্তর্জাতিক টি-২০ ম্যাচটি। সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে দুই দলের কোনও ব্যাটসম্যান একটিও ছক্কা মারেননি। ভারতের মাটিতে পুরুষদের কোনও আন্তর্জাতিক টি-২০ ম্যাচে এমনটা এর আগে কখনও হয়নি। ভারতে আয়োজিত পুরুষদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট ম্যাচে একটিও ছক্কা মারেননি কেউ, এমন ঘটনা নজিরবিহীন।


বরখাস্ত পিচ প্রস্তুতকারক


ম্যাচের পর ভারতীয় অধিনায়ক হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) পিচের তীব্র সমালোচনা করে বলেছিলেন, 'সত্যি বলে এই পিচটা ভয়াবহ ছিল। আমাদের বিগত দুই ম্যাচের উইকেটই খারাপ ছিল। কঠিন উইকেট হলে আমার কোনও সমস্য়া নেই, তবে এই পিচগুলিতে টি-টোয়েন্টি ক্রিকেট খেলার যোগ্য নয়। যে মাঠে আমরা খেলবে, সেইসব মাঠের পিচগুলি আগে থেকেই প্রস্তুত করা উচিত।' হার্দিকের এই অভিযোগের পরেই একাধিক রিপোর্ট অনুযায়ী, লখনউয়ের পিচ প্রস্তুতকারককে বরখাস্ত করা হয়েছে। 


লখনউতে স্পিন সহায়ক পিচে রান করাটাই কঠিন ছিল। নিউজিল্যান্ড ব্যাটাররা প্রথমে ব্যাট করে ৯৯ রানের বেশি করতে পারেনি। জবাবে ভারতীয় দলও মাত্র এক বল বাকি থাকতে ম্যাচ জেতে। অবশ্য পিচ নিয়ে অভিযোগ জানালেও, কানাঘুষো শোনা যায় যে ভারতীয় দলের অনুরোধেই নাকি শেষ মুহূর্তে পিচ বদলাতে হয়ে প্রস্তুতকারককে। আসন্ন আইপিএলে লখনউ সুপার জায়ান্টসফ্রাঞ্চাইজি এই মাঠেই নিজেদের ম্যাচগুলি খেলবে। শোনা যাচ্ছে আইপিএলের সেই ম্যাচগুলির কথা ভেবেই পিচ প্রস্তুতকারককে বরখাস্ত করা হয়েছে। তাঁর বদলে গ্বালিয়রের সঞ্জীব আগরওয়ালকে নতুন পিচ প্রস্তুতকারকের দায়িত্ব দেওয়া হয়েছে বলে খবর। 


আরও পড়ুন: বিশ্বজয়ী শেফালিদের সংবর্ধনা জানাবেন সচিন